মুম্বই: সোনু সুদ নয়, পঞ্জাব নির্বাচনে লড়তে পারেন তাঁর বোন মালবিকা৷ গত কয়েকদিন ধরে বলিউড অভিনেতার রাজনীতিতে যোগ দেওয়ার যে জল্পনা চলছিল তা রবিবার খারিজ করে দেন সোনু নিজে৷ তিনি জানান, তাঁর বোন মালবিকা সুদ পঞ্জাব ভোটে লড়বেন৷ কিন্তু মালবিনা কোনও দলের প্রার্থী হবেন সেটা খোলসা করেননি সোনু৷
আরও পড়ুন: মোদির সফরের আগে মধ্যপ্রদেশে স্টেশনের নামবদল, হাবিবগঞ্জ এখন রানি কমলাপতি
কিছুদিন আগে সোনু সুদ পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং ছান্নির সঙ্গে দেখা করেছিলেন৷ তখনই গুঞ্জন ছড়ায় সম্ভবত কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে আসতে চলেছেন বলিউডের ‘ব্যাড বয়’৷ কিন্তু রবিবার সেই খবর উড়িয়ে দেন সোনু৷ জানান, তিনি পঞ্জাব নির্বাচনে ভোটে লড়বেন না৷ কিন্তু তাঁর পরিবার পঞ্জাবের স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে কাজ করতে চায়৷ সাংবাদিকদের সামনে সোনু যখন এই ঘোষণা করেন তখন পাশেই ছিলেন বোন মালবিকা৷
আরও পড়ুন: ক্লাস এইটে ইংরেজি শিখেছেন প্রধান বিচারপতি, সলিসিটর জেনারেল বললেন, ‘আমিও’
তবে মালবিকা কোন দলের প্রার্থী হবে সেটা নিয়ে জল্পনা জিইয়ে রাখেন ৪৮ বছর বয়সী সোনু৷ শুধু বলেন, সেটা বোনই ঠিক করবে৷ তবে রাজনৈতিক দলটা অতটা গুরুত্ব নয়৷ মানুষের জন্য কাজ করাটা গুরুত্বপূর্ণ৷ আমার বোন মানুষ এবং সমাজের জন্য কাজ করবে৷ শেষে তাঁর সংযোজন, আপ এবং কংগ্রেস দুটোই ভালো দল৷ বলে রাখা ভালো, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সোনুর সম্পর্ক বেশ ভালো৷ সোনুকে ‘দেশ কা মেন্টর’ প্রোগামের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেন কেজরিওয়াল৷