তীব্র গরমেও কম্বল বিলি করছেন বিজেপির মন্ত্রী, দেখুন ভিডিও

0
1

ওয়েব ডেস্ক: বিহারে (Bihar) যখন পারদ ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, তখন অবাক কাণ্ডে ঘটালেন বিজেপির (BJP) এক মন্ত্রী। তীব্র গরমের দিনে কম্বল বিতরণ (Blanket Distribution) করলেন বিহারের ক্রীড়া মন্ত্রী তথা বিজেপি নেতা সুরেন্দ্র মেহতা (Surendra Mehta)। ঘটনাটি ঘটেছে বাছরাওয়ার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অহিয়াপুর গ্রামে। এই কম্বল বিতরণ অনুষ্ঠানের ভিডিও ভাইরাল (Viral Video) হতেই উঠেছে সমালোচনা ও কটাক্ষের ঝড়।

জানা গিয়েছে, বিজেপির ৪৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিহারের অহিয়াপুর গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করে পদ্ম শিবির, যে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মন্ত্রী সুরেন্দ্র মেহতা। এই অনুষ্ঠানে তিনি দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন এবং সেই ছবি নিজেই পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। পোস্টে তিনি লেখেন, “বিজেপির প্রতিষ্ঠা দিবসে মানুষের পাশে দাঁড়াতে পেরে গর্বিত। উন্নয়নের মন্ত্রে আমরা দেশের গঠন করছি।”

আরও পড়ুন: ভাড়া বাড়িতে নোটের পাহাড়, গুনতে গিয়ে অবাক পুলিশ, কিন্তু কেন?

তবে এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। সাধারণ মানুষ থেকে বিরোধীরাও প্রশ্ন তুলেছেন, চৈত্রের প্রচণ্ড গরমে কম্বলের প্রয়োজনই বা কোথায়? এই বিষয়টি নিয়ে প্রাক্তন সিপিআই বিধায়ক অওধেশ রাই বলেন, “২৫ ডিসেম্বর অটলজির জন্মদিনে কম্বল দিলে মানা যেত। এখনকার পরিস্থিতিতে এটা হাস্যকর। খেলার মাঠ নেই, শিশুদের জন্য কোনও ক্রীড়া পরিষেবা নেই — অথচ ক্রীড়া মন্ত্রী গরমে কম্বল বিলি করছেন!”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এই ধরনের কার্যকলাপ চালাচ্ছেন মন্ত্রীরা। বিভিন্ন কৌশলে মানুষকে প্রভাবিত করার চেষ্টা চলছে। কিন্তু এইসব কর্মকাণ্ডের যৌক্তিকতা নিয়ে উঠছে নানান প্রশ্ন। এদিকে, বিতর্কের মুখে পড়েও এখনও পর্যন্ত ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি মন্ত্রী সুরেন্দ্র মেহতা।

দেখুন আরও খবর: