মুম্বই: সপ্তাহের দ্বিতীয় দিনেও উত্থান শেযার বাজারে (Share Market)। সোমবার মে দিবসের কারণে বাজার বন্ধ থাকলেও মঙ্গলবার সপ্তাহের প্রথম কাজের দিনে মাঝারি উত্থান শেয়ার বাজারে। মে দিবসের পরেদিনই উত্থান দালাল স্ট্রিটে (Dalal Street)। এদিন সেনসেক্স (Sensex) পৌঁছল ৬১ হাজারের উপরে। নিফটিও (Nifty Fifty) রয়েছে ১৮ হাজারের উপরে।
মঙ্গলবার সেনসেক্সের উত্থান হয়েছে ২৪২.২৭ পয়েন্ট বা ০.৪০ শতাংশ। বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৬১ হাজার ৩৫৪.৭১ পয়েন্টে। এদিন নিফটির অগ্রগতি হয়েছে ৮২.৬৫ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ। দিনের শেষে নিফটি হয়েছে ১৮ হাজার ১৪৭.৬৫ পয়েন্ট। নিফটির ৫০টি কোম্পানির মধ্যে ৩০টিতে অগ্রগতি হয়েছে। পিছিয়েছে ২০টি কোম্পানি। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০৬০টি কোম্পানির মধ্যে ১১৯৭টি বৃদ্ধির মুখ দেখেছে। কমেছে ৭৪৭টি কোম্পানির শেয়ার দর।
পাশাপাশি এদিন ভালো বৃদ্ধি পেয়েছে ওএনজিসি, টেক মহীন্দ্র, এইচডিএফসি লাইফ, হিন্দালকো প্রভৃতি কোম্পানির শেয়ার দর। পিছু হটেছে হিরো মোটোকর্প, সান ফার্মা, আলট্রাটেক সিমেন্ট, ভারতী এয়ারটেল প্রভৃতি কোম্পানির শেয়ার দর।
আরও পড়ুন: Mamata Banerjee | ২০২৪ সালের পরিবর্তনের ডাক দিলেন মমতা
চলতি বছরের ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশিত হয়। সেই রিপোর্টে আদানিদের বিরুদ্ধে ব্যাপক শেয়ার জালিয়াতি, কারচুপি, ভুয়ো কোম্পানি গড়া, বিরাট অঙ্কের ঋণের অভিযোগ ওঠে। মাত্র এক মাসে আদানিদের মার্কেট ক্যাপিটালাইজেশন কমেছে প্রায় ১৩ লক্ষ কোটি টাকা। লগ্নিকারীদের আস্থা ফিরে পেতে আদানিরা নানা ব্যবস্থা নেওয়ার কথা বললেও পতন ঠেকানো যাচ্ছে না।