দিল্লি: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন বি ভি নাগারত্না। যদি দায়িত্ব পান তাহলে তিনি হবেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি। সংবাদমাধ্যমে বুধবার এই খবর প্রচার হওয়ায় অসন্তোষ প্রকাশ করলেন প্রধান বিচারপতি এন ভি রামানা। বিচারপতি নিয়োগের মতো এমন গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় কীভাবে সংবাদমাধ্যমে প্রকাশিত হল তা নিয়েও অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে তাঁকে।
সংবাদমাধ্যমের প্রতি আবেদন জানিয়ে রামানা বলেছেন, “পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত। দেশের সংবিধানের প্রতি সম্মান ও গুরুত্ব দিয়ে খবর প্রচার করা উচিত।”
আরও পড়ুন:চার দশক পর কাঁথি পুরসভার অধিকার হারাল অধিকারীরা
রীতিমতো ক্ষোভ প্রকাশ করে রামানাকে বলতে শোনা গেছে, “ এভাবে খবর প্রকাশ হয়ে যাওয়ায় আমি অত্যন্ত মর্মাহত। এটা অত্যন্ত দূর্ভাগ্যজনক”।একই সঙ্গে সংবাদমাধ্যমগুলিকে আরও বেশি দায়িত্ববান হওয়ার আবেদনও রেখেছেন তিনি।