Thursday, August 7, 2025
HomeCurrent NewsPM Modi: হেরে যাওয়ার ভয়েই প্রধানমন্ত্রীর কনভয় আটকেছে কংগ্রেস, টুইট নড্ডার

PM Modi: হেরে যাওয়ার ভয়েই প্রধানমন্ত্রীর কনভয় আটকেছে কংগ্রেস, টুইট নড্ডার

Follow Us :

নয়াদিল্লি: নিরাপত্তার কারণে পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূ্র্ব নির্ধারিত সভা বাতিল হয়ে যাওয়ার পরেই, কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগল পদ্ম শিবির (PM modi’s convoy)। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা গোটা ঘটনাকে কংগ্রেসের ‘নোংরা রাজনীতি’ বলে উল্লেখ করেন (PM MODI)। যদিও প্রধানমন্ত্রীর নিরাপত্তা গাফিলতি নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা খারিজ করে দেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত্ সিং চান্নি। প্রধানমন্ত্রীর সভা বাতিলের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বিজেপি-কংগ্রেসের চাপানউতোর শুরু হয়েছে (cancel PM Modi’s rally)।

এ দিনের ঘটনার নিন্দা করে জেপি নড্ডা বলেন,   ‘ভোটে হেরে যাওয়ার আশঙ্কা থেকেই কংগ্রেস ভয় পেয়েছে। প্রধানমন্ত্রীর সভা যাতে না হয়, তার জন্য পঞ্জাব সরকার এই নোংরা রাজনীতি করেছে।’

নড্ডার বক্তব্য, ‘পঞ্জাবের কংগ্রেস সরকার উন্নয়নের বিরোধী। স্বাধীনতা সংগ্রামীদের প্রতিও শ্রদ্ধা নেই। তাই সস্তার রাজনীতি করতে গিয়েই ভগত সিং-এর মতো শহিদদের শ্রদ্ধা জানাতে দেওয়া হয়নি।’

আরও পড়ুন : Big Breaking: নিরাপত্তায় বড়সড় গাফিলতি, পঞ্জাবে সভা বাতিল করে ফিরছেন প্রধানমন্ত্রী

পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত্ সিং চান্নিকেও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন জেপি নড্ডা। বিজেপি-র সর্বভারতীয় সভাপতির অভিযোগ, প্রধানমন্ত্রী রাস্তায় আটকে পড়লে, চান্নিকে ফোন করা হয়েছিল। কিন্তু ফোন বেজে গেলেও উনি ধরেননি।

জেপি নড্ডা মনে করেন, এদিন পঞ্জাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় গাফিলতি ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও একই দাবি করে। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নড্ডা বলেন, ‘বিক্ষোভকারীদের রাস্তা করে দেওয়া হয়েছে, যাতে তাঁর বিক্ষোভ প্রদর্শন করতে পারেন।’ স্বরাষ্ট্রসচিব ও পুলিসের ডিসিপি এসপিজিকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সত্ত্বেও কী করে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।  

আরও পড়ুন : UP Congress Rally: উত্তরপ্রদেশে সভা-পদযাত্রা স্থগিত রাখল কংগ্রেস, কাল নয়ডায় বাতিল যোগীর সভা

বুধবার ভাতিন্দায় প্রধানমন্ত্রীর সভা ছিল। নিরাপত্তার গাফিলতির কথা বলে সেই সভা বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর কনভয় ভাতিন্দা থেকে হুসেনইওয়ালা যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়ে। হুসেনইওয়ালা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আটকে পড়ে কনভয়। দেখা যায় ফ্লাইওভারে ওঠার মুখে বিক্ষোভকারীরা রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন। প্রধানমন্ত্রীর কনভয় প্রায় ১৫ থেকে ২০ মিনিট সেখানে আটকে পড়ে। এই ঘটনাকেই নিরাপত্তার বড়সড় গাফিলতি বলে দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পঞ্জাব সরকারের কাছ থেকে এই ঘটনার বিশদ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে অমিত শাহের মন্ত্রক। এই ঘটনার পিছনে কারা রয়েছে, তাদের চিহ্নিত করতেও বলা হয়।

বিজেপির সর্বভারতীয় সভাপতির অভিযোগ খণ্ডন করে চান্নি বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনও গাফিলতি ছিল না। ওনার হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ওনার যাওয়ার রুট বদল হয়।

আরও পড়ুন : ‘Bulli Bai’ app case: ‘বুল্লি বাই’ অ্যাপ কাণ্ডে মুম্বইয়ে গ্রেফতার আরও এক পড়ুয়া

পঞ্জাবের মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর সভার জন্য ৭০ হাজার চেয়ারের ব্যবস্থা ছিল। কিন্তু ৭০০ চেয়ার ভরেছে। লোক না-হওয়ার কারণেই নিরাপত্তা অজুহাতে প্রধানমন্ত্রীর সভা বাতিল কি না, সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেননি।

প্রধানমন্ত্রীর সভায় লোক সমাগম নিয়ে চান্নির কটাক্ষের জবাবে বিজেপির তরফে অভিযোগ করা হয়, রাজ্য সরকারের নির্দেশমতো পঞ্জাব পুলিস লোকজনকে মোদীর সভায় যেতে বাধা দিয়েছে। সভামুখী একের পর এক গাড়ি মাঝরাস্তায় আটকে দেওয়া হয়। গণতন্ত্রে বিশ্বাসী লোকজনের কাছে কংগ্রেসের এই সস্তার রাজনীতি অত্যন্ত দুঃখের বলে উল্লেখ করে বিজেপি।

আরও পড়ুন :  JP Nadda: করোনার কাঁটা, পুরভোটের আগে বাতিল জেপি নাড্ডার বঙ্গ সফর

জেপি নড্ডার যাবতীয় অভিযোগ খারিজ করে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা পালটা বলেন,  ‘আপনি কি জানেন কেন ওঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন?’ এর পর নিজেই সেই জবাব দেন।    ‘ওঁদের দাবি ছিল, স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে অপসারিত করতে হবে। হরিয়ানা দিল্লি ও উত্তরপ্রদেশে কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। আন্দোলনের সময় মৃত ৭০০ কৃষকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। তা ছাড়া ফসলের ন্যূনতম ক্ষতিপূরণ নিয়ে কমিটি তৈরির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত কেন্দ্রকে নিতে হবে।    

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Bangla Bolche | Tanmay Ghosh | 'গোয়েবেলসের সস্তা ভার্সন মালব্য'
01:48
Video thumbnail
Politics | 'মা গঙ্গা দুয়ারে স্বর্গে যান এবারে'
03:14
Video thumbnail
Bangla Bolche | Tanmay Ghosh | কমিশনকে কাজে লাগিয়ে কী চায় বিজেপি?
02:25
Video thumbnail
Politics | উপরাষ্ট্রপতি বাংলা থেকে, মোদি-শাহ বসবেন বেঁকে?
02:55
Video thumbnail
Bangla Bolche | CPM-Congress | প্রান্তিক মানুষের কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট মিলবে কী?
05:19
Video thumbnail
Politics | বিহারে পাঁচ দলের জোট নিয়ে তেজপ্রতাপ পড়বেন ঝাঁপিয়ে
03:28
Video thumbnail
Bangla Bolche | Shatarupa | ভোটার লিষ্ট থেকে বাংলায় ১ কোটি নাম বাদ যেতে পারে?
02:12
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Forth Pillar | স/ন্ত্রা/সবাদ শেষ নিঃশ্বাস নিচ্ছে? না কি খালি তার কৌশল পাল্টাচ্ছে?
00:44
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Forth Pillar | ফাঁকা বুলি আর কতবার? কাশ্মীরে মিথ্যের পাহাড়
00:49
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Forth Pillar | ৩৭০ বিলোপ হল, কাশ্মীরে কী শান্তি ফিরল?
01:08

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39