skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeCurrent Newsগত ২৪ ঘন্টায় কমেছে আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫

গত ২৪ ঘন্টায় কমেছে আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: সুস্থ হচ্ছে দেশ। গত ২৪ ঘন্টায় কমেছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দপ্তরে পরিসংখ্যান অনুযায়ী, একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪০ হাজার ১২০ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ২১ লক্ষ ১৭ হাজার ৮২৬।

বেড়েছে সুস্থতার সংখ্যাও। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪২ হাজার ২৯৫ জন। এখনও পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ১৩ লক্ষ ০২ হাজার ৩৪৫ জন। বর্তমানে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩ লক্ষ ৮৫ হাজার ২২৭ জন।তবে, উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৮৫ জনের৷ এই সংখ্যাটা আগের দিনের থেকে বেশ খানিকটা বেশি। করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩০ হাজার ২৫৪ জন৷

আরও পড়ুন- করোনার কারণে শতাধিক কয়েদিকে মুক্তির সিদ্ধান্ত রাজ্যের

করোনা পরিস্থিতিতে বিশেষজ্ঞরা ভরসা রাখছেন ভ্যাকসিনের উপর। গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ৫৭ লক্ষ ৩১ হাজার ৫৭৪ জন। এখনও পর্যন্ত সারা দেশে ভ্যাকসিন পেয়েছে ৫২ কোটি ৯৫ লক্ষ ৮২ হাজার ৯৫৬ জন।

আরও পড়ুন- ভ্যাকসিনের বদলে নুনজল পেলেন ৯,০০০ জার্মান

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে  ১৯ লক্ষ ৭০ হাজার ৪৯৫ জনের। এখনও পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৪৮ কোটি ৯৪ লক্ষ ৭০ হাজার ৭৭৯ জনের।

RELATED ARTICLES

Most Popular