কলকাতা টিভি ওয়েব ডেস্ক : ৯৪ বছরে পা দিলেন লালকৃষ্ণ আডবাণী। প্রবীণ এই বিজেপি নেতার জন্মদিনে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়ি গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাটলেন কেকও।
সোমবার সকালে একটি টুইট-বার্তায় আডবাণীকে শুভেচ্ছা জানান। সেখানে লেখেন, ‘শ্রদ্ধেয় আডবাণীজিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবনের কামনা রইল। জনগণের ক্ষমতায়ন এবং আমাদের সাংস্কৃতির গর্ব বাড়ানোর প্রচেষ্টার জন্য জাতি তাঁর কাছে ঋণী। তিনি তাঁর পাণ্ডিত্য ও জ্ঞানের জন্য সর্বস্তরেই সম্মানিত।’
Birthday greetings to respected Advani Ji. Praying for his long and healthy life. The nation remains indebted to him for his numerous efforts towards empowering people and enhancing our cultural pride. He is also widely respected for his scholarly pursuits and rich intellect.
— Narendra Modi (@narendramodi) November 8, 2021
সকালের এই টুইট বার্তার পরেই দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর বাড়িতে যান তিনি। কেক কেটে লাল কৃষ্ণ আডবাণীর জন্মদিন পালন করেন প্রধানমন্ত্রী। জন্মদিনের শুভেচ্ছা জানাতে নিয়ে যান ফুলের তোড়াও। কেক কাটার পর প্রবীণ এই বিজেপি নেতার হাতে তুলে দেন গোলাপ ফুলের তোড়া।

আডবাণীর জন্মদিন পালনের ছবি নিজের টুইটারে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে ছবিগুলিতে দেখা গিয়েছে কেক কাটার পর এই প্রবীণ বিজেপি নেতার সঙ্গে হাত ধরে বাগানে হেঁটে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ছাড়াও বিজেপির সবচেয়ে দীর্ঘ মেয়াদি সভাপতি লাল কৃষ্ণ আডবানীকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে তাঁর বাসভবনে গিয়েছিলেনউপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু (Venkaiah Naidu), প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এছাড়াও তাঁকে এদিন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)।