skip to content
Wednesday, July 3, 2024

skip to content
HomeদেশCovid India: রাজ্যগুলিকে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা রাখতে নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের   

Covid India: রাজ্যগুলিকে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা রাখতে নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের   

Follow Us :

নয়া দিল্লি: দেশজুড়ে কোভিডের সংক্রমণ প্রায় দু’লক্ষের কাছাকাছি পৌঁছতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে কেন্দ্র । ভারতে তৃতীয় ঢেউ আসার অনেক আগেই রাজ্যগুলিকে কোভিডযুদ্ধের জন্য পরিকাঠামোগত দিক থেকে প্রস্তুত থাকতে বলেছিল কেন্দ্র (Oxygen crisis)। এ বার নির্দিষ্ট করে পর্যাপ্ত অক্সিজেন (Oxygen plant) মজুত করে রাখার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। সংশ্লিষ্ট মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য সচিবদের কাছে এই মর্মে চিঠি পাঠিয়েছেন (Oxygen covid 19)। চিঠিতে বলা হয়েছে, অবিলম্বে পর্যাপ্ত মেডিক্যাল অক্সিজেনের ব্যবস্থা করে রাখতে হবে। যাতে অন্তত প্রয়োজন পড়লে ৪৮ ঘণ্টা চলে যায়। অক্সিজেনের ঘাটতি না পড়ে (covid 19)।

ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় দেশজুড়ে প্রবল মেডিক্যাল অক্সিজেনের সংকট তৈরি হয়েছিল। দিল্লি, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যের সরকারি হাসপাতালে অক্সিজেনের সংকটে রোগীমৃত্যুর অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়। দ্বিতীয় ঢেউয়ের অভিজ্ঞতা থেকেই এ বার মেডিক্যাল প্রস্তুতিতে কোনওরকম ঘাটতি রাখতে নারাজ কেন্দ্র। সেই কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই রাজ্যগুলিকে অক্সিজেনের জোগান স্বাভাবিক রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন : Women Marriage Age: মেয়েদের উন্নতিতে বিয়ের বয়স বৃদ্ধি, যুব উৎসবের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী

রাজেশ ভূষণের নির্দেশ, প্রতিটি জেলায় যাতে অক্সিজেনের জোগান থাকে রাজ্যগুলিকে তা নিশ্চিত করতে হবে। লিকুইড মেডিক্যাল অক্সিজেন, অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন সিলিন্ডার-সহ সব ধরনের ব্যবস্থা রাখতে হবে। আইসিইউ ছাড়াও অক্সিজেন থেরাপির জন্য হাসপাতালগুলোয় যাতে অক্সিজেনের ঘাটতি না পড়ে, তা মাথায় রেখেই দ্রুত প্রস্তুতি নিতে বলা হয়েছে।

তৃতীয় ঢেউয়ে এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তির হার কম। কিন্তু মৃদু উপসর্গের কারণে ওমিক্রনকে যে হালকা ভাবে নেওয়া যাবে না, বিশেষজ্ঞরা তা নিয়ে আগেই সতর্ক করেছেন। এখনও পর্যন্ত তৃতীয় ঢেউয়ে সবথেকে বেশি প্রভাব পড়েছে মহারাষ্ট্রে। আরও নির্দিষ্ট করে বললে বাণিজ্যনগরী মুম্বইয়ে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, মুম্বইয়ের বিভিন্ন হাসপাতালে সংক্রমণ নিয়ে যাঁরা হাসপাতালের আইসিইউতে রয়েছেন, তাঁদের ৯৬ শতাংশই কিন্তু ভ্যাকসিনের একটিও ডোজ নেননি। বাকি ৪ শতাংশ ক্ষেত্রে কোমর্বিডিটি রয়েছে। এটা শুধু মহারাষ্ট্র নয়, অন্যান্য রাজ্যেও কিন্তু দেখা যাচ্ছে টিকা না নেওয়া ব্যক্তিরাই ঝুঁকির মধ্যে রয়েছেন।

আরও পড়ুন : Things to do in Home isolation: আপনি কি কোভিড পজিটিভ? হোম আইসোলেশনে এই নিয়ম মেনে চলুন

কেন্দ্রেরই গত সপ্তাহের এক রিপোর্টে জানানো হয়েছে, প্রাপ্তবয়স্কদের ১০ শতাংশ এখনও ভ্যাকসিনের একটি ডোজও পাননি। ফলে, ১৩০ কোটির দেশে এই সংখ্যাটা নেহাত কম নয়। সেই আশঙ্কা থেকেই আক্রান্তেদের একাংশের অক্সিজেন থেরাপির প্রয়োজন পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে, শুধু অক্সিজেন নয়, আইসিইউ রোগীদের জন্য লাইফ সাপোর্ট ব্যবস্থা, বাইপ্যাপ, এসপিওটু-সহ যাবতীয় মেডিক্যাল প্রস্তুতি রাখতে বলা হয়েছে।       

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৯৪ হাজার ৭২০ জন করোনা আক্রান্ত হয়েছে৷ মঙ্গলবারের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি৷ 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | সংসদের নিয়ম মানছেন না এনডিএ-র সাংসদরাই? কড়া বার্তা মোদির
01:46:40
Video thumbnail
Lok Sabha | INDIA-NDA | সোমে ‘হিন্দু’ মন্তব্যে উত্তাল লোকসভায় আজ INDIA কী করবে?
03:33:16
Video thumbnail
Bharatiya Nyaya Sanhita | আর ৪২০ বলা যাবে না, নতুন আইনে প্রতারণা কত নম্বর ধারায়?
01:44:51
Video thumbnail
Fire | দাউদাউ করে জ্বলছে, ফের বিধ্বংসী আগুন শহর কলকাতায়
59:16
Video thumbnail
Politics | পলিটিক্স (02 July, 2024)
14:55
Video thumbnail
Fourth Pillar | ইডি, আদালত, কৌস্তুভ রায়, কেজরিওয়াল আর হেমন্ত সোরেন, মামলা কিন্তু এক (পর্ব-২)
12:02
Video thumbnail
Aajke | এ এক আজব রাজ্যপাল, নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত
10:54
Video thumbnail
Kalyan Banerjee | মোদিকে কী বললেন তৃণমূলের কল্যাণ? রেগে লাল বিজেপি সাংসদরা
07:33:25
Video thumbnail
Kalyan Banerjee | ওম বিড়লাকে কী বললেন কল্যাণ? তারপর সংসদে কী হল দেখুন
08:23:26
Video thumbnail
Akhilesh Yadav | সংসদে হেরো সরকার, আর কী বললেন অখিলেশ? উত্তাল সংসদ
08:13:19