নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে হাজারো প্রতিকূলতা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রে ঘুরে দাঁড়িয়েছে দেশ। আগে ব্যবসা করতে অনেকে লাইসেন্সরাজের শিকার হতেন। কিন্তু এখন সেসব সমস্যা নেই। কর কাঠামো অনেক সরল করা হয়েছে। ব্যবসায়ীরা বাণিজ্য করার ক্ষেত্রে সরকারের থেকে সমস্ত সুযোগ-সুবিধা পাচ্ছেন। ভারতে বিনিয়োগের এটাই সেরা সময়। সোমবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য রাখার সময় একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কী কী বললেন প্রধানমন্ত্রী
- করোনার আরও একটি ঢেউয়ের মোকাবিলা করছে
- একই সঙ্গে হাজারো প্রতিকূলতা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রেও এগিয়ে চলেছে ভারত
- এক বছরে দেশবাসীকে ১৬০ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে
- বিশ্বে কাছে ভারতের গণতন্ত্র উদাহরণ স্বরূপ
- করোনার সময় ভারত অনেক দেশকে ভ্যাকসিন, ওষুধ দিয়েছে
- বিশ্বের তৃতীয় বৃহত্তম ওষুধ প্রস্তুতকারক দেশ ভারত
- ভারতের সামর্থ্য গোটা বিশ্বের কাছে একটা উদাহরণ
- করোনাকালে আইটি সেক্টরের লোকেরা ২৪ ঘণ্টা কাজ করে অনেক দেশকে সাহায্য করেছেন
- ৫০ লক্ষেরও বেশি সফটওয়্যার ডেফেলপার ভারতে কাজ করছেন
- ৬ মাসে ১০ হাজারের বেশি স্টার্ট আপ রেজিস্টার্ড হয়েছে
- ইউপিআইতে ৪.৪ বিলিয়ন লেনদেন হয়েছে ডিসেম্বরে
- ডিজিটাল পদ্ধতিতে টাকা লেনদেনে সাফল্য পেয়েছে দেশ
- আরোগ্য সেতু , কো-উইন পোর্টাল ভারতের কাছে গর্বের বিষয়
- স্লট বুকিং থেকে সার্টিফিকেট, একটা ক্লিকে সবই মিলছে
- আগে ভারতে ব্যবসা করতে গেলে লাইসেন্সরাজের শিকার হতেন অনেকে।
- সমস্ত জটিলতা দূর হয়েছে। সরকারি দখল কম করা হয়েছে। কর্পোরেট ট্যাক্সও হ্রাস হয়েছে।
- অনেক দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা হয়েছে
- ২০১৪ তে কয়েকশো স্টার্ট আপ ছিল দেশে। এখন তা বেড়ে ৬০ হাজারে দাঁড়িয়েছে
- ভারতে বিনিয়োগের এটাই আদর্শ সময়
- ৬ লক্ষেরও বেশি গ্রাম অপটিক্যাল ফাইবারে কানেক্টেড
- ভারতের গণতন্ত্র বিশ্বের কাছে আশার আলো