Friday, August 8, 2025
Homeদেশদেশজুড়ে সংক্রমণ কমলেও চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন

দেশজুড়ে সংক্রমণ কমলেও চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন

Follow Us :

নয়াদিল্লি: কোভিডের (COVID-19) তৃতীয় ঢেউয়ের (Third Wave) মধ্যেই গত ২৪ ঘণ্টায় দেখা গেল, করোনার গ্রাফ কিছুটা নিম্নমুখী। একদিনে দেশের সংক্রমণ কমেছে প্রায় ১০ হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্টে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৭ হাজার ৭০৪ জন। এক দিন আগেই এই সংখ্যাটা ছিল ৩ লক্ষ ৪৭ হাজার ২৫৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৮৮ জনের।

কোভিড আক্রান্তের সংখ্যা একদিনে প্রায় ১০ হাজার কমে গেলেও বেড়েছে ওমিক্রনে (Omicron) আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনার এই নয়া স্ট্রেনে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫০ জন। যা ৩.৬৯% হারে বৃদ্ধি পেয়েছে।

এই মুহূর্তে দেশে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ২১ লক্ষ ১৩ হাজার ৩৬৫। আক্রান্তের সঙ্গে গত এক দিনে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৪২ হাজার ৬৭৬ জন। এখনও পর্যন্ত সারা দেশে করোনা মুক্ত হয়েছেন ৩ কোটি ৬৩ লক্ষ ১,৪৮২ জন।

আরও পড়ুন : Corona India: দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে তিন লক্ষ ছুঁইছুঁই, বাড়ল দৈনিক মৃত্যও

RELATED ARTICLES

Most Popular