নয়াদিল্লি: প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা বন্ধ করে দিতে পারে কেন্দ্রীয় সরকার৷ ৩০ নভেম্বরের পর গরিব মানুষ বিনামূল্যে রেশন পাওয়ার সুযোগ হারাতে পারেন৷ এই গুঞ্জন শুরু হতেই রবিবার তৃণমূল সাংসদ সৌগত রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন৷ চিঠিতে আগামী আরও ছয় মাস বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু রাখার আবেদন করেছেন৷
কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পাণ্ডের একটি মন্তব্য ঘিরেই জল্পনা দানা বাঁধে৷ তিনি জানান, দেশের অর্থনীতি আবার একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে৷ খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি হচ্ছে৷ পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য খোলাবাজারে রয়েছে৷ বিক্রিবাটা ভালোই হচ্ছে৷ সাধারণ মানুষ ফের নতুন করে তাঁদের কাজকর্ম শুরু করেছেন৷ এ কারণেই ৩০ নভেম্বরের পর বিনামূল্যে রেশন প্রকল্প চালিয়ে নিয়ে যাওয়ার কোনও প্রস্তাব কেন্দ্রের কাছে নেই৷
TMC MP Saugata Roy wrote a letter to PM Modi and urged Centre to extend its free ration scheme under Pradhan Mantri Garib Kalyan Anna Yojana (PMGKAY) for another six months amid reports that the programme might be discontinued after November 30
— ANI (@ANI) November 7, 2021
এই খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের খাদ্যমন্ত্রী শনিবার বলেন, রাজ্যে বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু থাকছে৷ থাকবে৷ বাংলার মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে৷ দুয়ারে রেশন প্রকল্প যে ভাবে বিভিন্ন জেলায় পাইলট প্রজেক্ট হিসাবে চলছে৷ তা আগামী দিনেও চলবে৷ তাঁর এই ঘোষণার পর রবিবার তৃণমূল সাংসদ সৌগত রায় প্রধানমন্ত্রীকে চিঠি করে আরও ছয় মাস প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় বিনামূল্যে চাল,ডাল দেওয়ার আর্জি জানিয়েছেন৷
আরও পড়ুন: একাধিক রাজ্য জ্বালানিতে ভ্যাট কমিয়েছে, বাংলা এক টাকাও না, নবান্নকে নিশানা দিলীপের
করোনা পরিস্থিতিতে ২০২০-র মার্চ মাসে নরেন্দ্র মোদি সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা চালু করেছিল৷ দেশের প্রায় ৮০ কোটি মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চাল, গম ও ছোলার মত নিত্যপ্রয়োজনীয় খাস্যশস্য দেওয়া হয়েছিল৷ কেন্দ্রীয় এই প্রকল্পের মেয়াদ ২০২১-এর ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল৷ যার মেয়াদ শেষ হচ্ছে আর তিন সপ্তাহ পর৷ এদিকে কেন্দ্রীয় খাদ্যসচিবের মন্তব্যের পরই প্রশ্ন উঠছে, তাহলে কি ৩০ নভেম্বরের পর এই প্রকল্প বন্ধ করে দিতে পারে মোদি সরকার?
যদিও রাজনৈতিক মহল মনে করছে, সামনেই একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে৷ ভোটের দিকে তাকিয়ে এই জনমুখী প্রকল্প এখনই বন্ধ করার ঝুঁকি নিতে চাইবে না মোদি সরকার৷ নইলে তার প্রভাব পড়বে ভোটবাক্সে৷ কিন্তু বিরোধীরা এটাও মনে করে দিচ্ছেন, ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়৷’ অর্থাৎ মোদি পারেন না এমন কোনও কাজ নেই৷ তাহলে কি বন্ধ হয়ে যাবে বিনামূল্যে রেশন? কেন্দ্র স্পিকটি নট৷