আগরতলা : পুরভোটে বিপুল সাফল্যের পর রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Tripura CM Biplab Deb) ৷ দাবি করলেন, রাজ্যের মানুষ অপমানের জবাব দিয়েছেন ৷ আজ ত্রিপুরা পুরভোটে (Tripura Civic Polls) ৩৩৪টি ওয়ার্ডের মধ্যে ৩২৯টি নিজেদের দখলে নেয় বিজেপি (BJP)৷
ত্রিপুরার পুরভোট প্রথম থেকেই ছিল বিজেপি তথা বিপ্লব দেবের কাছে সম্মানের লড়াই ৷ বাংলায় বিজেপির রথ রুখে দেওয়ার পর ত্রিপুরায় পা রাখে তৃণমূল ৷ ঝড়ের গতিতে একাধিক নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ৷ হঠাৎই যেন বিজেপির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে শুরু করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড ৷
মানিক সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে ক্ষমতায় আসা বিজেপির উপর চাপ বাড়াতে থাকে তৃণমূল ৷ বিপ্লব দেবের সামনেও একটা চ্যালেঞ্জের পরিস্থিতি তৈরি হয় ৷ যার প্রতিফলন দেখা গিয়েছিল প্রায় প্রতিটি ভোট প্রচারে ৷ একাধিক সভা-সম্মেলন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ৷ স্বাভাবিক ভাবেই আজ জয়ের পর অনেকটাই স্বস্তিতে তিনি ৷
আরও পড়ুন: উত্তরপ্রদেশে টেট পরীক্ষায় কেলেঙ্কারি, ফাঁস প্রশ্নপত্র, গ্রেফতার বেশ কয়েকজন
অনেকটা আত্মবিশ্বাসের সুরে বিপ্লব দেবকে বলতে শোনা গেল, “বিজেপি গত কয়েকটা বছর ধরে যে উন্নয়নের কাজ করছে, এটা তারই ফল ৷ মানুষ কোনওরকম অপপ্রচারে পা দেননি ৷ এ জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদ ৷”