Tuesday, August 12, 2025
Homeত্রিপুরা নির্বাচন ২০২৩Tripura Assembly Election 2023 : বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে কোনও আপস নয়,...

Tripura Assembly Election 2023 : বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে কোনও আপস নয়, অন্য কারও সঙ্গে সমঝোতা নয়, জানাল তিপ্রা মথা

Follow Us :

কলকাতা: তিপ্রা মথা(TIPRA Motha) সাফ জানিয়ে দিল, বিধানসভা ভোটে (Tripura Assembly Elections 2023) কারও সঙ্গে জোট বা আসন সমঝোতা হবে না। তারা একাই লড়াই করবে। কারও সঙ্গে কোনও আপস নয়। শুক্রবার দলের প্রধান প্রদ্যোত মাণিক্য দেববর্মা (Pradyot Manikya) এক ভিডিয়ো বার্তায় (video message) বলেন, আমাদের নিয়ে নানা রকম গুজব, জল্পনা (rumours) ছড়ানো হচ্ছে। মিডিয়ায় নানা খবর প্রকাশ হচ্ছে। পরিষ্কার বলছি, যতক্ষণ না কেন্দ্রীয় সরকার (Central Government) আমাদের পৃথক তিপ্রা ল্যান্ডের দাবি মানার ব্যাপারে লিখিত আশ্বাস দিচ্ছে, ততক্ষণ সমঝোতার প্রশ্নই ওঠে না। আমরা একাই লড়ব। তাতে যা হয় হবে। জিতেগা তো জিতেগা, হারেগা তো হারেগা।

 

প্রদ্যোত বলেন, আমাদের দিল্লিতে যেতে বলা হয়েছিল। আমরা গিয়েছি। কথা বলেছি। কিন্তু আমরা বুঝে গিয়েছি, কেন্দ্র লিখিত কিছু দেবে না। আর দেবেই না যখন, তখন আর আসন সমঝোতার কোনও জায়গা নেই। তিনি বলেন, বিজেপির সঙ্গে সমঝোতা বা আপস কখনওই নয়। সেই সুদূর অতীত থেকে দেখে আসছি, ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দল দিল্লি গিয়ে শাসকদলের সঙ্গে কিছু এলোমেলো চুক্তি করে আসে। পরে তা নিয়ে আর কিছু এগোয় না। আমাদের নিয়ে নানা বিভ্রান্তিমূলক খবর প্রকাশ হচ্ছে। তাই পরিষ্কার করে জানিয়ে দিলাম, কোনও আপস নয়। প্রদ্যোত এদিন তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করে দেন।

আরও পড়ুন: Tripura Assembly Elections: বামেরা ত্রিপুরায় ৪৬ আসনে লড়বে, ১৩টি ছাড়া হল কংগ্রেসকে 

ত্রিপুরায় জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে তিপ্রা মথার ভালো প্রভাব রয়েছে। ইতিমধ্যে সিপিএমের (CPM) নেতৃত্বাধীন বামফ্রন্ট (Left) এবং কংগ্রেস(Congress) আসন সমঝোতা করেছে। কংগ্রেসের জন্য ১৩টি আসন ছেড়ে রেখে বামেরা ৪৬টি আসেনর তালিকা বুধবার রাতেই প্রকাশ করে দেয়। একটি আসন তারা নির্দল প্রার্থীর জন্য ছেড়ে রেখেছে। কংগ্রেস এবং বিজেপি এখনও প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি।

মনোনয়নপত্র পেশ করার জন্য হাতে আর মাত্র দুদিন রয়েছে। বামেরা তিপ্রা মথার সঙ্গে আসন সমঝোতার জন্য কথা শুরু করেছিল। মথা তাদের কাছ থেকেও লিখিত আশ্বাস চেয়েছিল। কিন্তু সিপিএম জানিয়ে দেয়, সংবিধানের চৌহদ্দির মধ্যে থেকে তাদের স্বায়ত্তশাসনের জন্য যা করার করা হবে। আর নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাওয়ায় এখন লিখিত কিছু দেওয়া সম্ভব নয়। বিজেপিও ভেবেছিল, তিপ্রা মথার সঙ্গে সমঝোতা করা যেতে পারে। তার জন্যই কেন্দ্রীয় সরকার তাদের আলোচনায় ডেকেছিল। কিন্তু আলোচনা যে ফলপ্রসূ হয়নি, তা প্রদ্যোতই পরিষ্কার জানিয়ে দিলেন।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
INDIA Alliance | বিরোধী সাংসদদের মিছিলের আগে কী ঘটেছিল? দেখুন এই ভিডিও
01:48:20
Video thumbnail
Akhilesh Yadav | ব্যারিকেডে বি/ক্ষো/ভ, রাজপথে ধর্না অখিলেশের
01:32:30
Video thumbnail
Mahua Moitra | Akhilesh Yadav | ব‍্যারিকেড টপকালেন মহুয়া-অখিলেশ, তারপর কী হল দেখুন
01:34:51
Video thumbnail
SIR | Delhi | SIR নিয়ে দিল্লিতে প্রতিবাদে বিরোধী জোট, কী অবস্থা? দেখুন সরাসরি
01:46:55
Video thumbnail
Rahul | SIR নিয়ে দিল্লিতে প্রতি/বাদ, প্রিজন ভ্যানে তোলা হল রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে
45:36
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
02:40:40
Video thumbnail
Bangla Bolche | Saikat Giri | 'কমিশন BJP-RSS-এর মতো আচরণ করছে'
02:48
Video thumbnail
Bangla Bolche | Arup Chakraborty | নির্বাচন কমিশন কি সংবিধান পরোয়া করছে?
02:06
Video thumbnail
Bangla Bolche | Jyoti Chatterjee | 'জা/লিয়াতি আটকাতেই কমিশনের পদক্ষেপ'
01:43
Video thumbnail
Politics | বিজেপি চাইছে বলতে কথা কার সঙ্গে? সেই মমতা
04:48