দিল্লি: উত্তর-পূর্ব দিল্লির চাঁদবাগ এলাকায় রবিবার ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে দুই অজ্ঞাত ব্যক্তি গুলি করে হত্যা করে। পুলিশ জানিয়েছে, গুলি চালানোর ঘটনাটি দুপুর ১২.৪০ নাগাদ থানায় জানানো হয়। মৃতের পরিবার গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় পরিবার জানিয়েছে, অজ্ঞাত পরিচয়ের দুজন ব্যক্তি ওই ব্যক্তির নাম ধরে ডাকে। সে যখনই দরজার কাছে পৌঁছায় তখন তারা ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
জানা গিয়েছে, ওই ব্যক্তির স্ত্রী একজন ধর্ষিতা। চলতি বছর গাজিয়াবাদে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছিল। এরপর তাঁরা ওই এলাকা ছেড়ে প্রায় আড়াই মাস আগে দিল্লিতে একটি বাড়িতে ভাড়া চলে আসে।
আরও পড়ুন – তৃণমূলের সংখ্যালঘু সেলের রক্তদান শিবিরে ‘উদ্দাম নাচ’
ওই ব্যক্তির স্ত্রী আরও জানিয়েছেন, যে ধর্ষণ মামলার আসামিদের কাছ থেকে তাঁরা বহুবার হুমকি পেয়েছে। এই বিষয়ে সে অভিযোগ দায়ের করেছে বলেও পুলিশ জানিয়েছে। ওই গুলিবিদ্ধ ব্যক্তির অপরাধমূলক পটভূমি ছিল এবং তার বিরুদ্ধে মাদক পাচারের মামলা দায়ের রয়েছে। ইতিমধ্যেই পুলিশ দল গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ।