ওয়েব ডেস্ক: মৃত ব্যক্তিদের আধার নম্বরের (Adhaar Card) অপব্যবহার রুখতে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI) জানিয়েছে, ইতিমধ্যেই ১ কোটি ১৭ লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। এই নিষ্ক্রিয় আধার কার্ডগুলি আর কোনও অর্থনৈতিক লেনদেন, কেওয়াইসি (KYC) প্রক্রিয়া কিংবা পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যাবে না।
ইউআইডিএআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আধার ডেটাবেসের (Adhaar Database) তথ্যের স্বচ্ছতা বজায় রাখতে বিভিন্ন উৎস থেকে মৃত্যুর রেকর্ড সংগ্রহ করা হচ্ছে। সেগুলিকে যাচাই এবং বাছাই করা হচ্ছে। তার পর মৃতদের আধার কার্ড নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়েছে।
আরও পড়ুন: ৬ মাসে বেড়েছে ৫১ শতাংশ তেল আমদানি! আমেরিকা নির্ভর হচ্ছে ভারত?
দেশের ২৪টি রাজ্য এবং একাধিক কেন্দ্রশাসিত অঞ্চলের ডেটাবেস থেকে এখনও পর্যন্ত ১ কোটি ৫৫ লক্ষ মৃত্যুর রেকর্ড পাওয়া গেছে। তার মধ্যে ১ কোটি ১৭ লক্ষ আধার কার্ড ইতিমধ্যেই নিষ্ক্রিয় হয়েছে। আরও প্রায় ৬ লক্ষ ৭০ হাজার আধার কার্ডের যাচাই প্রক্রিয়া চলছে। এছাড়া যাদের বয়স ১০০ বছর অতিক্রম করেছে, তাঁদের আধার এখনও সক্রিয় থাকলে তাঁরা বেঁচে আছেন কি না, সেই তথ্যও খতিয়ে দেখা হচ্ছে বলে ইউআইডিএআই সূত্রে জানা গিয়েছে।
এখন যদি আপনার পরিবারের কেউ মারা যায় এবং তাঁর আধার কার্ড নিষ্ক্রিয় না হয়, তাহলে ‘My Aadhaar’ পোর্টালে তা নথিভুক্ত করা যাবে। এর মাধ্যমে ভবিষ্যতে মৃত ব্যক্তির আধার অপব্যবহার অনেকটাই রোখা সম্ভব হবে বলে দাবি করছে ইউআইডিএআই।
দেখুন আরও খবর: