skip to content
Wednesday, July 3, 2024

skip to content
HomeদেশUnion Budget 2022: কৃষি ভোটব্যাঙ্ক মজবুত করতে উৎপাদনশীলতায় গুরুত্ব দিচ্ছে কেন্দ্র

Union Budget 2022: কৃষি ভোটব্যাঙ্ক মজবুত করতে উৎপাদনশীলতায় গুরুত্ব দিচ্ছে কেন্দ্র

Follow Us :

নয়াদিল্লি: কৃষক বিপ্লব (Farmer’s Agitation) প্রধানমন্ত্রীর স্বপ্নের ফানুসকে চুপসে দিয়েছে৷ বিপুল সমর্থনে বড়াই করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রের বিজেপি সরকারকে কৃষি আইন প্রত্যাহার (Three Farm Law Repeal) করতে হয়েছে৷ কৃষক ভোট ব্যাঙ্ক ফিরিয়ে আনতে এবার বাজেটের কৃষি-ফেরিওয়ালা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman Union Budget 2022)৷ জৈব চাষে (Chemical Free Farming) গুরুত্ব বৃদ্ধি, সেচ-পানীয় জল সংরক্ষণে বিনিয়োগ, কৃষি ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানোর কথা বলে সীতারমণ বোঝাতে চাইলেন এই কেন্দ্রীয় সরকার কৃষকদের প্রতি কতটা নির্মল৷

জৈব চাষ সবসময় কৃষি ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে৷ সেই জৈব চাষে উৎসাহ বৃদ্ধি ঘটিয়ে কৃষকদের শারীরিক সুস্থতা প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করলেন সীতারমণ৷ ফল ও সবজির মতোন ঋতু ভিত্তিক চাষে বরাবরই ক্ষতির মুখে পড়েন কৃষকরা৷ বিপুল ফসল নষ্ট বহু কৃষককে আত্মহত্যার পথে এগিয়ে নিয়ে যায়৷ নতুন কৃষি আইনে এটাই ছিল কৃষকদের অন্যতম ক্ষোভের কারণ৷ এদিনের বাজেটে সেই সবজি ও ফসল চাষে উৎসাহ দেওয়ার কথা বললেন অর্থমন্ত্রী৷

৯ লাখের বেশি জমিকে সেচের আওতায় আনার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের৷ পাশাপাশি জমি তুমি কার? এই বিতর্ক অনেকদিনের৷ কৃষক না অন্য কোনও ভুঁইফোর জমির মালিকানা দাবি করবেন তা নিয়ে একাধিক সময় বিতর্ক হয়েছে৷ এদিন নির্মলা জমির দলিল এবং সংশ্লিষ্ট কাগজপত্র ডিজিটালি সংরক্ষণের কথা বলে কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন বলেই মনে করা হচ্ছে৷

আরও পড়ুন: Union Budget 2022: ৬০ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যে নির্মলা

কৃষি গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি নিঃসন্দেহে কৃষকদের আন্দোলনে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া কেন্দ্রের অক্সিজেন জোগাতে পারে৷ গবেষণা বৃদ্ধির কথা বলে কৃষি ক্ষেত্রকে আরও গতিশীল করা হচ্ছে৷ কেন্দ্র-বিজেপি অনেক বেশি কৃষি বন্ধু সেকথা বোঝানো সম্ভব হবে৷ এদিন কৃষকদের এমনই বার্তা দেওয়ার চেষ্টা দেখা গেল৷ সামনেই উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে নির্বাচন৷ যেখানে রয়েছে পঞ্জাবের মতো রাজ্য৷ যে পঞ্জাবের কৃষক আন্দোলন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে৷ এই কৃষকদের শত্রু থেকে বন্ধু করা এক আকুতি নির্মলার বাজেট ভাষণে ছত্র ছত্র ফুটে উঠল৷

RELATED ARTICLES

Most Popular