নয়াদিল্লি: উত্তরপ্রদেশ বিধানসভার (UP Election)তৃতীয় দফার নির্বাচনকে সামনে রেখে শনিবার ৩০ জনের একটি নামের তালিকা প্রকাশ করল কংগ্রেস। নির্বাচনী প্রচারের তালিকা তালিকা থেকে বাদ পড়ল অভিনেতা-রাজনীতিক বব্বরের নাম (Raj Babbar)।
তারকা তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন বলতে বরিষ্ঠ নেতা গুলাম নবি আজাদের (Ghulam Nabi Azad) অন্তর্ভুক্তি। পঞ্জাব বিধানসভার প্রচার তালিকা থেকে প্রবীণ এই নেতার নাম বাদ দেওয়া হয়েছিল। এ ছাড়া, কংগ্রেসের তারকা প্রচারকের তালিকায় চমক কিছু নেই। রাহুল গান্ধী ছাড়াও ৩০ জনের তালিকায় রয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত, কমলনাথ, সচিন পাইলট, ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, মহম্মদ আজহারউদ্দিন।নাম রয়েছে সলমন খুরশিদ, প্রমোদ তিওয়ারি, রাজীব শুক্ল, হার্দিক পটেল, মুকেশ চৌহানদের।
জাতীয় নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী, ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধায়সভায় সাত দফায় ভোট শুরু ১০ ফেব্রুয়ারি। তৃতীয় দফায় ভোট রয়েছে ২০ ফেব্রুয়ারি। ভোটের ফল ঘোষণা ১০ মার্চ।
আরও পড়ুন BJP Rajya Sabha Whip: ৮-১২ ফেব্রুয়ারি বিজেপি-র রাজ্যসভার সাংসদদের উপস্থিত থাকতেই হবে, ‘হুইপ’ জারি