লখনউ: ট্রান্সফারের জন্য বসের কাছে আবেদন করেছিলেন এক কর্মচারী৷ কিন্তু বসের ‘ডিমান্ড’ শুনে চমকে উঠেছিলেন৷ বস বলেছিলেন, ‘ট্রান্সফার পেতে হলে বউকে এক রাতের জন্য পাঠাতে হবে৷’ বসের আবদার মানতে না পেরে রাগে, অপমানে আত্মঘাতী হন ৪৫ বছরের গোকুল প্রসাদ৷ গায়ে ডিজেল ঢেলে আগুন লাগিয়ে দেন৷ পরে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে মারা যান৷ ঘটনার পরই অভিযুক্ত এক জুনিয়র ইঞ্জিনিয়ার এবং এক ক্লার্ককে সাসপেন্ড করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ৷ থানায় দায়ের হয়েছে অভিযোগ৷
স্বামীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী৷ জানা গিয়েছে, গোকুল উত্তরপ্রদেশের বিদ্যুৎ দফতরে কাজ করতেন৷ ঘটনার দিন লখিমপুরে জুনিয়র ইঞ্জিনিয়ারের অফিসের বাইরে গায়ে আগুন দেন৷ স্ত্রীর অভিযোগ, অভিযুক্ত জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য তাঁর স্বামী অবসাদে ভুগতে শুরু করেছিলেন৷ ড্রাগ নিতেন৷ একবার তাঁকে আলিগঞ্জে ট্রান্সফার করা হয়েছিল৷ সেখানে যেতে খুব অসুবিধা হত৷ তাই বাড়ির কাছে ট্রান্সফার নিয়ে আসতে চেয়েছিলেন৷ কিন্তু অভিযুক্ত জানায়, স্ত্রীকে এক রাতের জন্য পাঠাতে হবে৷ তাহলেই ট্রান্সফার হবে৷
জুনিয়র ইঞ্জিনিয়ারের এই প্রস্তাব শুনে থ হয়ে যান গোকুল৷ রাগে-অপমানে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন৷ স্ত্রীর আরও অভিযোগ, গায়ে আগুন ধরানোর সময় কাছেই ছিলেন জুনিয়র ইঞ্জিনিয়ার৷ কিন্তু স্বামীকে বাঁচাতে যায়নি সে৷ ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে৷ মৃত্যুর আগের মুহূর্তে গোকুলকে বলতে শোনা গিয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্যই তিনি নিজের জীবন শেষ করে দিচ্ছেন৷ পুলিসের কাছেও গিয়েছিলেন৷ কিন্তু কোনও সাহায্য পাননি৷ এই ঘটনার পরই পুলিস অভিযুক্তের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছে৷ অন্যদিকে বিদ্যুৎ দফতরের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷
আরও পড়ুন: Hanskhali Rape Mamata: পুড়িয়ে দিলেন কেন, তথ্য পাব কোথায়? হাঁসখালির ঘটনায় প্রশ্ন মমতার