skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeদেশUP Police: ফের শিরোনামে উত্তরপ্রদেশ, এবার তরুণীকে পিটিয়ে খুনের অভিযোগ যোগীর পুলিসের...

UP Police: ফের শিরোনামে উত্তরপ্রদেশ, এবার তরুণীকে পিটিয়ে খুনের অভিযোগ যোগীর পুলিসের বিরুদ্ধে

Follow Us :

চান্দৌলি: অভিযানের সময় এক তরুণীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল উত্তরপ্রদেশ পুলিসের বিরুদ্ধে। চান্দৌলি জেলার একটি পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে পুলিস পিটিয়ে মেরে ফেলেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধেয় এক বালি ব্যবসায়ীকে ধরতে পুলিসের একটি দল গ্রামে পৌঁছয়। ওই ব্যবসায়ী বিরুদ্ধে অবৈধভাবে বালি বিক্রির অভিযোগ ছিল। পুলিসি অভিযানের সময় অভিযুক্ত ব্যবসায়ী বাড়িতে ছিলেন না।

সেই সময় অভিযুক্তের ১৯ বছরের মেয়েকে পুলিস মারধর করে বলে অভিযোগ উঠেছে। এতে মৃত্যু হয় তরুণীর। পুলিসের ‘অত্যাচার’-এ আরও একটি মেয়ে আহত হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। এই ঘটনার পর গ্রামবাসীরা পুলিসকে ঘেরাও করে। গ্রামবাসীরা পুলিসের এক কনস্টেবলকে পাকড়াও করেন। বেধড়ক মারধর করা হয় তাঁকে। ঘটনার পর গ্রামে পৌঁছন জেলাশাসক এবং পুলিস সুপার। আহতের বয়ান রেকর্ড করা হয়।

চান্দৌলির পুলিস সুপার অঙ্কুর আগরওয়াল বলেন, একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। পুলিসের অভিযানকারী দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে অন্য কোনও কারণে মেয়েটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আমরা ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। কোনও পুলিস কর্মী-আধিকারিক দোষী প্রমাণিত হলে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে রেয়াত করা হবে না জানিয়েছেন অঙ্কুর আগরওয়াল।

আরও পড়ুন: Unnao Rape: যোগীরাজ্যে চাকরির প্রথম দিনেই নার্সকে ‘গণধর্ষণ’, খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ

উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি গোটা বিষয়টিতে পুলিসকে নিশানা করেছে। সমাজবাদী পার্টির তরফে টুইটে লেখা হয়েছে, উত্তরপ্রদেশে পুলিস খুনি হয়ে উঠেছে। নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করছে বিজেপি সরকার। চান্দৌলিতে বাড়িতে ঢুকে দুই তরুণীকে পুলিস মারধর করেছে। একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দোষী পুলিস কর্মী-আধিকারিকদের বিরুদ্ধে খুনের মামলা করা হোক।

RELATED ARTICLES

Most Popular