Sunday, August 3, 2025
Homeদেশস্পোর্টস বাইক ছুটিয়ে ভাইরাল বৃদ্ধা

স্পোর্টস বাইক ছুটিয়ে ভাইরাল বৃদ্ধা

Follow Us :

ওয়েব ডেস্ক: বাইক চালাচ্ছেন এক বৃদ্ধা। যে কোনও সাধারণ বাইক নয়। রীতিমতো স্পোর্টস বাইক চালাচ্ছেন তিনি। বাইকের গতিও কিছু কম নয়। পাকা চুলওয়ালা সেই বৃদ্ধার কীর্তি নজর কাড়ল নেট দুনিয়ায়। ভাইরাল হয়ে গেলেন বাইকার গ্র্যানি(Biker Granny)।

আরও পড়ুন- বিরোধিতা থাকলেও ব্যর্থ হয়নি সংসদের বাদল অধিবেশন

ঠিক কোন জায়গার ভিডিও তা অবশ্য স্পষ্ট নয়। বৃদ্ধার অভিব্যক্তি দেখে তঁকে ভারতীয় বা এই উপমহাদেশের নাগরিক বলেই মনে হচ্ছে। তাঁকেই দেখা গিয়েছে একটি ইয়ামাহা আর১৫(Yamaha R15) বাইক চালাতে। সেই বাইক চালানোর ভিডিও রেকর্ড করা হয়েছে। ক্যামেরার দিকে তাকিয়ে হাসতেও দেখা গিয়েছে ওই বৃদ্ধাকে।

আরও পড়ুন- ভারত-পাক দ্বন্দ্বে সামিল হবে না তাঁরা, স্পষ্ট জানালেন তালিবান মুখপাত্র

ওই বৃদ্ধার বাইক চালানোর ভিডিও পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামে। খুব স্বাভাবিকভাবেই ওই ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। ৭৮.৪ মিলিয়ন ভিউ এবং সাড়ে পাঁচ মিলিয়ন লাইন পড়েছে ভিডিও-টিতে। অনেকেই প্রশংসা করে মন্তব্য করেছেন। বৃদ্ধ বয়সে পাকা চুল নিয়েও ওই মহিলার আগ্রহ এবং উদ্যমকে কুর্ণিশ জানানো হয়েছে।

আরও পড়ুন- বিহারে উদ্ধার সাংবাদিকের পচাগলা দেহ, খুনের অভিযোগে গ্রেফতার দুই সাংবাদিক

কোথাও আবার দেখা গিয়েছে সন্দেহ। অনেকের মতে ওই ভিডিও-তে কারসাজি আছে। ভিডিও রেকর্ড করার জন্য বিশেষভাবে পোজ দিয়েছেন ওই মহিলা। বাইক চালানোর মতো দক্ষতা ওই বৃদ্ধার নেই। পিছন থেকে কেউ ধরে রেখেছেন বা ঠেলছেন। তেমন কোনও উপায়ে বাইক চালিয়েছেন ওই বৃদ্ধে। আর সেই সময়ে ভিডিও রেকর্ড করা হয়েছে। সেটিও পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39