কলকাতা টিভি ওয়েব ডেস্ক: তামিলনাড়ুর রাজনীতিতে এই প্রথম। একজন দৃষ্টিহীন ব্যক্তিকে মার্কসবাদী পার্টি সিপিআই (এম) জেলা সম্পাদক হিসেবে নিযুক্ত করেছে। তামিলনাড়ুর চেঙ্গলপাট্টু জেলার নতুন সম্পাদকের নাম বিএস ভারতী আন্না। যিনি পেশায় একজন আইনজীবী।
বিএস ভারতী আন্না চেন্নাইয়ের ডঃ আম্বেদকর সরকারি আইন কলেজে আইন নিয়ে পড়াশোনা করেছেন। স্টুডেন্টস ফেডারেশনের মাধ্যমে সিপিআই (এম)-এ যোগ দিয়েছিলেন তিনি। বর্তমানে তিনি চেঙ্গলপাট্টুতে প্রশিক্ষণ শুরু করেছেন৷
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দৃষ্টি না থাকায় অনেক বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। ৩ বছর বয়স পর্যন্ত আমার দৃষ্টি ছিল। এরপর শুরু হয় দৃষ্টি প্রতিবন্ধকতা। ২০১৪ সালে পুরো দৃষ্টি চলে যায়। আমি তামিলনাড়ু অস্পৃশ্যতা দূরীকরণ ফ্রন্টের ডেপুটি সেক্রেটারি ছিলাম। কিন্তু দৃষ্টিশক্তি না থাকায় সেই কাজেও বাধা আসে। পদত্যাগ করেছি। বিষন্নতায় ভুগছিলাম। এরপর আধুনিক প্রযুক্তির সাহায্যে শারীরিক প্রতিবন্ধী বিভাগে কাজ শুরু করি।’
আরও পড়ুন- I&B Ministry Twitter account: তথ্য সম্প্রচার মন্ত্রকের হ্যাক হওয়া টুইটার অ্যাকাউন্ট পুনরুদ্ধার
মার্কসবাদী পার্টির জেলা সম্পাদক ভারতী আন্না বর্তমানে প্রতিবন্ধীদের সমান অধিকারের জন্য তামিলনাড়ু অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি পদেও রয়েছেন। মার্কসবাদী পার্টি সিপিআই (এম) তাঁকে জেলা সম্পাদক হিসেবে নিযুক্ত করার জন্য ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।