Thursday, July 31, 2025
HomeদেশIndian Students Ukraine: মৃত্যুর পর চার্টার্ড প্লেন পাঠিয়ে লাভ কী! ক্ষোভ উগরে...

Indian Students Ukraine: মৃত্যুর পর চার্টার্ড প্লেন পাঠিয়ে লাভ কী! ক্ষোভ উগরে দিলেন হরজোত সিং

Follow Us :

নয়াদিল্লি: মৃত্যুকে একহাত দূর থেকে দেখেছেন! তাঁর নিজের কথায়, ‘দ্বিতীয় জীবন পেয়েছি।’ শরীরজুড়ে বুলেটের ক্ষত। এখনও দগদগে সে ক্ষত। ভারত সরকারের কোনও আশ্বাসই সেই ক্ষতে প্রলেপ দেওয়ার জন্য যথেষ্ট নয়। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের কিভ শহরের এক হাসপাতালে শুয়ে ভারতীয় দূতাবাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হরজোত সিং (Harjot Singh)।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিয়োটি শেয়ার করেছেন ইউক্রেনে পড়তে যাওয়া এই ভারতীয় ছাত্র। অভিযোগ, ভারতীয় দূতাবাসের তরফে কোনওরকম সহযোগিতা তিনি পাননি। ইউক্রেনে গুলিবিদ্ধ এই ছাত্রের কথায়, ‘ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগযোগ রেখে চলেছি। আমাকে প্রতিবারই আশ্বস্ত করা হয়েছে ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু, দূতাবাসের তরফে এ পর্যন্ত কোনও সহযোগিতা আমি পাইনি।’

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া হরজোত সিংয়ের এই ভিডিয়ো থেকেই জানা যায়, ২৭ ফেব্রুয়ারি কিভে গুলিবিদ্ধ হয়েছেন এই ভারতীয় ছাত্র। তার আগে ভারতীয় বিদেশমন্ত্রকও হরজোত সিংয়ের কথা জানত বলে মনে হয় না। এদিন ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর ভারতীয় বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানায়, হরজোত সিংয়ের চিকিত্সার খরচ কেন্দ্রের। ভারতীয় দূতাবাসের মাধ্যমে কিভের ওই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করা হচ্ছে।

হরজোতের বর্ণনা অনুযায়ী, ‘একটি ক্যাবে আমরা তিন জন ছিলাম। তৃতীয় চেকপয়েন্টে আমাদের গাড়িটিকে দাঁড় করানো হল। এর পর, আর এগোতে পারলাম না। নিরাপত্তার কারণ দেখিয়ে যে পথে এসেছিলাম, সেই পথে ধরেই ফিরতে নির্দেশ দেওয়া হল। নির্দেশ মেনে গাড়ি ফিরতি পথ ধরতেই গাড়ি লক্ষ্য করে ধেয়ে এল ঝাঁকঝাঁক বুলেট। সেই বুলেটেরই কয়েকটি ফুঁড়ে দিল তাঁর শরীর।’

আরও পড়ুন: Indian Students Ukraine: কিভের হাসপাতালে ভর্তি হরজ্যোত সিংয়ের চিকিৎসার খরচ দেবে কেন্দ্র

এর পর, যন্ত্রণাকাতর হরজোত সিং ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিলেন। একবার নয়, চিকিত্সা চলাকালীন আরও কয়েক বার। কিন্তু তাঁর সাহায্যের আবেদনে দূতাবাসের কাছ থেকে আশানুরূপ সাহায্য তিনি পাননি। ভারতীয় দূতাবাসের ভূমিকায় হতাশ হরজোত সিংয়ের ক্ষোভ, ‘মৃত্যুর পর ভারত সরকার চার্টার্ড বিমান পাঠালে কী আসে যায়!… ঈশ্বর আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। আমি বাঁচতে চাই। ভারতীয় দূতাবাসের কাছে আমার একটাই আর্জি, আমাকে এখান থেকে উদ্ধার করার ব্যবস্থা করুন।’ এই আর্জি শুধু হরজোতের নয়, তাঁর মতোই হাজারো ভারতীয় পড়ুয়ার। দেশে ফেরার আশা নিয়ে ইউক্রেনের একাধিক শহরে তাঁরা অপেক্ষা করছেন।

যুদ্ধের জেরে ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের আকাশপথ বন্ধ। তাই ঘুরপথে দেশে ফেরাতে হচ্ছে সেখানে আটকে পড়া ভারতীয়দের। ভারতীয় ছাত্রদের ঘরে ফিরতে ইউক্রেন সীমান্ত লাগোয়া হাঙ্গেরি, পোল্যান্ড, রোমিনিয়ায় অপেক্ষা করতে হচ্ছে। ‘অপারেশন গঙ্গা’র আওতায় বিশেষ উড়ানে ধাপে ধাপে ফেরানো হচ্ছে তাঁদের। কিন্তু, কত জন ভারতীয় পড়ুয়া সেখানে আটকে রয়েছে, তার বিশদ তথ্য বিদেশমন্ত্রেকের হাতে নেই। এমত অবস্থায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে বসে অধৈর্য হয়ে পড়েছেন পূজারা।

আরও পড়ুন: Operation Ganga: বুকারেস্টে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে বিদেশমন্ত্রকের নয়া হটলাইন নম্বর

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | ভারতে গোঁসা পাকিস্তানে প্রেম?
00:00
Video thumbnail
Mamata Banerjee | দুর্গাপুজো নিয়ে নেতাজি ইন্ডোর থেকে কী কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?
00:00
Video thumbnail
America | Pakistan | আমেরিকার সঙ্গে পাকিস্তানের বাণিজ্য চুক্তি, চুক্তিতে কী কী আছে? দেখুন এই ভিডিও
00:00
Video thumbnail
Mamata Banerjee | এবার পুজো কমিটিগুলিকে ১ লাখ ১০ হাজার টাকা অনুদান, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
00:00
Video thumbnail
Tamil Nadu | BJP | NDA-তে বড় ভাঙন, দল ছাড়লেন বড় নেতা! কী করবে বিজেপি?
00:00
Video thumbnail
ঘোষাল নামা | Ghosal Nama | দোস্ত দোস্তনা রহা! দেখুন ঘোষালনামা
06:01
Video thumbnail
Amartya Sen | বাংলা ভাষা আ/ক্রা/ন্ত নিয়ে অস/ন্তোষ প্রকাশ অমর্ত্য সেনের, কী বললেন নোবেলজয়ী? শুনুন
04:18
Video thumbnail
Parliament News | রাহুল vs জয়শঙ্কর ইতিহাস কে বেশি জানে? শুনে নিন নিজের কানে
13:55
Video thumbnail
Aajke | জয় কালী, জয় দুর্গার জয় বাংলা বলবে এবার
00:47
Video thumbnail
Aajke | শ্লোগানের ফাঁদে শুভেন্দু কাঁদে
01:01

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39