Sunday, August 3, 2025
HomeদেশWinter session: অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত সংসদ, সোনিয়া-রাহুলের নেতৃত্বে বিক্ষোভ কংগ্রেসের

Winter session: অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত সংসদ, সোনিয়া-রাহুলের নেতৃত্বে বিক্ষোভ কংগ্রেসের

Follow Us :

নয়াদিল্লি: শীতকালীন অধিবেশনের (Winter session) প্রথম দিনেই উত্তপ্ত সংসদ। বিরোধীদের হই-হট্টগোলের জেরে মুলতুবি হয়ে যায় উভয়কক্ষের অধিবেশন। অধিবেশনের (Winter session of Parliament) প্রথম দিনই সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষি আইন প্রত্যাহার বিল আনছে সরকার৷ সেই বিল নিয়ে আলোচনার দাবিতে অনড় বিরোধীরা। সরকারের বক্তব্য, কৃষি আইন বাতিলের জন্য এই বিল আনা হয়েছে। যেহেতু আইনটি বাতিলই হয়ে যাবে, তাই এই বিল নিয়ে আলোচনার যৌক্তিকতা নেই।

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নেতৃত্বে গান্ধীমূর্তি পাদদেশে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার কংগ্রেস অধীর চৌধুরীও উপস্থিত ছিলেন। শীতকালীন অধিবেশনে কী কী বিষয় নিয়ে বিরোধীরা সরব হবে, তা নিয়ে আলোচনাও হয়। মল্লিকার্জুন খাড়গে এই বৈঠক ডেকেছিলেন। ২৩ ডিসেম্বর অবধি শীতকালীন অধিবেশন চলবে। 

অধিবেশন শুরুর আগে সভার কাজকর্ম ঠিক মত পরিচালনার জন্য বিরোধীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘এ বারের অধিবেশনে নেওয়া সিদ্ধান্তগুলি বিচার সমৃদ্ধভাবে এবং অদূর ভবিষ্যতে ছাপ ফেলতে পারে এমন ইতিবাচক হওয়া উচিত৷ কে কত জোরে সংসদের কাজে বাধা দিল তা দিয়ে কাজের মূল্যায়ন করা ঠিক হবে না৷  সরকার সব বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত৷ সব প্রশ্নের উত্তরও দেবে৷’

আরও পড়ুন: বিরোধীদের সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

কংগ্রেসের ডাকা বৈঠকে বিরোধী দলের সাংসদরা

কৃষি আইন বাতিলের কথা বললেও কৃষকদের দাবি মেনে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছয়নি কেন্দ্র৷ তাই এই ইস্যুতে মোদি সরকারকে চেপে ধরার প্রস্তুতি নিয়েছে বিরোধীরা৷ সঙ্গে রয়েছে পেগাসাস, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের মত ইস্যুগুলিও৷ বিরোধী শিবির থেকে এই সব বিষয়ে সবচেয়ে বেশি তৃণমূল সাংসদরাই যে গলা ফাটাবেন তা বিলক্ষণ জানেন বিজেপির নেতা-মন্ত্রীরা৷ 

বেশ কিছুক্ষণ মুলতুবি থাকার পর বেলা ১২টায় লোকসভার অধিবেশন শুরু হলে বিরোধীরা ফের হই-হট্টগোল শুরু করেন। কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে আলোচনার দাবিতে অনড় ছিলেন তারা। যদিও বিরোধীদের হই-হট্টগোলের মধ্যেই লোকসভায় পাস হয়ে যায় কৃষি আইন প্রত্যাহার বিল। কোনও আলোচনা ছাড়াই ধ্বনি ভোটে পাস হয়ে যায় কৃষি আইন প্রত্যাহার বিল। এর পর বিরোধীরা বিক্ষোভ শুরু করলে স্পিকার ২টো অবধি অধিবেশন মুলতুবি রাখেন। 

আরও পড়ুন: তৃণমূল-সহ ২০ সাংসদকে শীতকালীন অধিবেশনে সাসপেন্ড করার বিবেচনা কেন্দ্রের

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39