Sunday, July 27, 2025
HomeScrollগুগল ম্যাপের ভুলে সোজা খাদে গিয়ে পড়ল গাড়ি! দেখুন ভিডিও
Google Maps

গুগল ম্যাপের ভুলে সোজা খাদে গিয়ে পড়ল গাড়ি! দেখুন ভিডিও

আগেও গুগল ম্যাপের কারণে দুর্ঘটনার খবর সামনে এসেছে

Follow Us :

ওয়েব ডেস্ক: অজানা জায়গায় ঠিকানা খুঁজে বের করতে আজকাল অনেকেই গুগল ম্যাপের (Google Maps) উপর ভরসা করেন। কিন্তু কখনও কখনও ব্যবহারকারীদের এই ভরসা বজায় রাখতে পারে না গুগলের এই বিশেষ ম্যাপিং ব্যবস্থা। গুগল ম্যাপের ভুল পথ নির্দেশের (Wrong Indication) জেরে অতীতেও একাধিক দুর্ঘটনার (Accident) খবর সামনে এসেছে। এবার নবি মুম্বইয়ে (Navi Mumbai) ঘটল এমনই এক ঘটনা। গুগল ম্যাপের ভুল নির্দেশ মেনে দুর্ঘটনায় পড়লেন এক মহিলা চালক।

শুক্রবার ভোরে বেলাপুর থেকে উলওয়ে যাওয়ার পথে গুগল ম্যাপের নির্দেশ অনুসরণ করে ভুল রাস্তায় চলে যান এক মহিলা চালক। সেতুর উপর ওঠার পরিবর্তে অ্যাপটি তাঁকে সেতুর পাশের সরু রাস্তায় নিয়ে যায়, যা গিয়ে শেষ হয় গভীর খাদে। ফলস্বরূপ গাড়িটি সোজা খাদে পড়ে যায়।

আরও পড়ুন: বিহারে ফের গণধর্ষণ! চলন্ত অ্যাম্বুল্যান্সেও রেহাই পেল না অসুস্থ যুবতী

ঘটনাটি লক্ষ্য করেন কাছাকাছি মোতায়েন থাকা সমুদ্র নিরাপত্তারক্ষীরা। দ্রুত উদ্ধারকাজ চালিয়ে তাঁরা মহিলাকে নিরাপদে বের করে আনেন। পরে ক্রেন ডেকে এনে গাড়িটিও তোলা হয় খাদ থেকে। দুর্ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

তবে এমন ঘটনা নতুন নয়। এর আগে গত বছর নভেম্বরে উত্তরপ্রদেশের মৈনপুরীর তিন বন্ধু বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একই ধরনের দুর্ঘটনার শিকার হন। রাতের অন্ধকারে গুগল ম্যাপের নির্দেশ মেনে দ্রুতগতিতে চলতে গিয়ে তাঁদের গাড়ি নির্মীয়মাণ সেতু থেকে ২০ ফুট নীচে পড়ে যায়, মৃত্যু হয় তিন জনেরই।

তাছাড়া, গত বছরের জুন মাসে কেরলের কাসারাগোড়ে আরেকটি গাড়ি গুগল ম্যাপের নির্দেশে নদীতে পড়ে যায়। ভাগ্যক্রমে সেই দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান দুই আরোহী, কারণ গাড়িটি নদীর স্রোতে ভেসে গাছের ডালে আটকে গিয়েছিল।

দেখুন আরও খবর: 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39