মুম্বই: ১৪ তলা থেকে ছুড়ে ফেলে খুন করার অভিযোগ উঠল বিশেষভাবে সক্ষম মায়ের বিরুদ্ধে। শুক্রবার এমনই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) জাভার রোডের সুবারবন মুলান্ড (suburban Mulund) এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাত্র ৩৯ দিনের শিশুকে ওই এলাকারই একটি আবাসনের ১৪ তলার ফ্ল্যাটের জানালা থেকে ফেলে (Woman throws days-old daughter) দেন ওই মহিলা। তড়িঘড়ি ওই শিশুর কাকা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মৃত্যু শিশুটির।
জানা গিয়েছে, মৃত শিশুর মা মূকবধির। কিন্তু ঠিক কী কারণে তিনি তার সন্তানকে জানালা দিয়ে ছুরে ফেলে, তা এখনও স্পষ্ট নয়। ওই মহিলার বিরুদ্ধে স্থানীয় থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ওই মহিলাকে গ্রেফতার বা আটক করা হয়নি। গত বছরের জুলাই মাসে ওই মহিলার সাত মাসের ছেলের মৃত্যু হয়। কারণ হিসেবে জানা গিয়েছে, ছেলেকে দুধ খাওয়ানোর সময় দমবন্ধ হয়ে মৃত্যু হয়।
আরও পড়ুন: এখনই থামছে না বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস, পড়ুন