Sunday, August 3, 2025
Homeঅলিম্পিক-২০২১পদকের পথে মেরি কম, টোকিওয় দ্বিতীয় রাউন্ডে ছবারের বিশ্ব চ্যাম্পিয়ন

পদকের পথে মেরি কম, টোকিওয় দ্বিতীয় রাউন্ডে ছবারের বিশ্ব চ্যাম্পিয়ন

Follow Us :

সোনা জয়ের লক্ষ্যে দৌড় শুরু মেরি কমের| প্রথম ম্যাচ থেকেই টোকিওর মঞ্চে মেরি ঝড়| ডোমিনিকান রিপাবলিকসের মিগুয়েলিনা হার্ণান্ডেজকে হারিয়ে রাউন্ড অব সিক্সটিনে পৌঁছলেন ছবারের বিশ্ব চ্যাম্পিয়ন|

টোকিওর মঞ্চটাই হয়ত শেষ অলিম্পিক মেরির কাছে| ব্রোঞ্জ পদকটাই এবার বদলাতে মরিয়া ভারতের সেরা মহিলা বক্সার| সেই লক্ষ্যে রবিবার সকালে প্রথমবার টোকিও অলিম্পিকের মঞ্চে নেমেছিলেন তিনি|

শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন মেরি কম| প্রথম রাউন্ডেই হার্ণান্ডেজকে ৩-২-এ পিছিয়ে দেন মেরি| লড়াইটা শুরু থেকেই নিজের দখলে রেখেছিলেন মনিপুরী তারকা|

শেষ হাসি তাই ফোটে মেরি কমের মুখেই| মাত্র কিছুক্ষণের লড়াইয়েই ক্যারিবিয়ান প্রতিদ্বন্দ্বীকে ৪-১-এ হারিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেলেন তিনি| ইতিহাস গড়ার পথে আর মাত্র কয়েক ধাপ দূরে দাঁড়িয়ে মেরি কম|

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39