Sunday, August 3, 2025
HomeরাজনীতিAsansol: মেয়র নির্বাচনের এক বছর পর আসানসোলে বোরো চেয়ারম্যান পদে ভোট

Asansol: মেয়র নির্বাচনের এক বছর পর আসানসোলে বোরো চেয়ারম্যান পদে ভোট

Follow Us :

আসানসোল: মেয়র নির্বাচনের দীর্ঘ এক বছর পর আসানসোল পুর নিগমের (Asansol Municipal Corporation) বোরো চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া শেষ হল। সোমবার আসানসোল পুর নিগমের সভাকক্ষে ১০ জন বোরো চেয়ারম্যান নির্বাচন হন।বিরোধীদের তরফে এই নির্বাচনে প্রার্থী দেওয়া হয়নি। সেই কারণে সর্বসম্মতভাবে শাসকদলেরই  ১০ জন বোরো চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন। 

তবে এই নির্বাচনও একেবারে নির্বিঘ্নে হয়নি। সূত্রের খবর, ২ নম্বর বোরো চেয়ারম্যান (Borough Chairman) নির্বাচনের সময় শাসকদলের তিন কাউন্সিলর ভোট বয়কট করে বেরিয়ে যান। তাঁদের দাবি, রানিগঞ্জের মানুষের স্বার্থে তাঁরা ভোট বয়কট করেছেন। শেষ পর্যন্ত সাতজন কাউন্সিলরের সমর্থনে ২ নম্বর বোরো চেয়ারম্যান হলেন মোজাম্মেল হোসেন।

আড়ও পড়ুন: Malada: কাজ না করলে তৃণমূলে জায়গা নেই, মালদা থেকে হুঁশিয়ারি আব্দুর রহিম বক্সির 

এই ভোট প্রসঙ্গে আসানসোল পুর নিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি বলেন, একে তো ভোটের এক বছর পর বোরো চেয়ারম্যান গঠন হচ্ছে। তারপর অযোগ্য লোকদের বসানো হচ্ছে বোরো চেয়ারম্যান পদে। 

চৈতালি তিওয়ারির (Chaitali Tiwari) অভিযোগ উড়িয়ে দিয়ে মেয়র বিধান উপাধ্যায় বলেন, সঠিক নিয়ম মেনেই বোরো চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। হাতে গোনা কয়েকজন তৃণমূল কাউন্সিলর ভোট কক্ষ থেকে বেরিয়ে যেতে পারেন। আমার পছন্দ নয় বলে বিরোধিতা করব, এটা ঠিক নয়। এই বিষয়ে দল যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। বিজেপি (BJP) অবশ্য ভোটের সময়  কক্ষে ছিল না। 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39