Friday, August 8, 2025
HomeCurrent NewsCivic Polls Bengal 2021: মে মাসের মধ্যে ৬-৮ দফায় পুরভোট, হাইকোর্টে...

Civic Polls Bengal 2021: মে মাসের মধ্যে ৬-৮ দফায় পুরভোট, হাইকোর্টে হলফনামা কমিশনের

Follow Us :

কলকাতা: রাজ্যে মে মাসের মধ্যে ১১২টি পুরসভার ভোট হবে ছয় থেকে আট দফায়। সোমবার হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন। উচ্চ আদালতের নির্দেশেই এদিন হলফনামা দিতে হয় কমিশনকে। হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনের এই পরিকল্পনা খতিয়ে দেখার পর মঙ্গলবার ফের শুনানি হবে।

আগে এপ্রিলের মধ্যে পুরভোট শেষ করার কথা বলেছিল রাজ্য। এখন কেন তা পিছিয়ে মে মাস হল, তা নিয়ে প্রশ্ন তোলে বেঞ্চ। রাজ্য নির্বাচন কমিশন পরিকাঠামোর অপ্রতুলতার বিষয়টিই সামনে আনে।

রাজ্য নির্বাচন কমিশনের হলফনামায় উল্লেক করা হয় তাদের হাতে ১৫,৬৮৭টি ইভিএম রয়েছে। এর মধ্যে কলকাতা পুরভোটে লাগবে ৭,২১০ ইভিএম। এর পর হাতে যে ইভিএম পড়ে থাকবে, তা দিয়ে কয়েক দফাতেই ভোট করাতে হবে। কোনও কারণে ভোটগণনা আটকে গেলে সে ক্ষেত্রে ভোট করাতে সমস্যা হবে।   রাজ্য নির্বাচন কমিশনের এই হলফনামার পর ১১১টি পুরসভায় কবে ভোট হবে, তা এখনও অনিশ্চিত। রাজ্য সরকারও এ নিয়ে ধন্ধে রয়েছে, তা কমিশনের হলফনামাতেই স্পষ্ট। হলফনামায় রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, নবান্ন চাইছে মে মাসের মধ্যে পুরভোট হোক।

আরও পড়ুন-নাগাল্যান্ডে সেনার গুলিতে নিহতদের পরিবারকে ১১ লক্ষ টাকা দেবে কেন্দ্র

পুরভোট মে মাসে পিছনোর কারণ হিসেবে উল্লেখ করা হয়, মার্চ মাসে মাধ্যমিক ও এপ্রিল মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। সিবিএসই ও আইসিএসই বোর্ডের পরীক্ষাসূচি এখনও প্রকাশিত হয়নি। তাই এই সময় পুরভোট করানো যাবে না।

নবান্ন কোভিড সংক্রমণের কথাও জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে। করোনার নতুন ভ্যারিয়েন্টে ওমিক্রনের উল্লেখ করা হয়েছে। ফলে, সংক্রমণ কী আকার নেবে তা-ও অনিশ্চিত। এইসব সাতপাঁচ ভেবেই রাজ্য সরকার চাইছে মে মাসের মধ্যে কয়েক দফায় ভোট।

রাজ্যের সব পুরসভার ভোট একসঙ্গে চেয়ে হাইকোর্টে গিয়েছিল বিজেপি। তার প্রেক্ষিতেই এই মামলা চলেছে।

RELATED ARTICLES

Most Popular