Tuesday, August 12, 2025
HomeCurrent NewsCivic Polls: পুরভোট প্রচারের সময়সীমা বাড়াল কমিশন

Civic Polls: পুরভোট প্রচারের সময়সীমা বাড়াল কমিশন

Follow Us :

কলকাতা: পুরভোটে প্রচারের সময়সীমা বাড়াল রাজ্য নির্বাচন কমিশন৷ প্রচারের শুরু ও শেষের সময়ে দু’ঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়েছে৷ একই সঙ্গে ভোট গ্রহণের আগে আরও একদিন বাড়তি দিন দেওয়া হল প্রচারের জন্য৷

আগে বলা হয়েছিল সন্ধে ৭টা থেকে পরের দিন সকাল ১০টা পর্যন্ত কোনও প্রকার প্রচার করা যাবে না। এখন তা পরিবর্তন করে রাত ৮টা থেকে পরের দিন সকাল ৯টা পর্যন্ত মাইক বাজিয়ে কোনও প্রচার বা জমায়েত-মিছিল করা যাবে না বলে জানানো হয়েছে রাজনৈতিকসদল গুলিকে। এ ছাড়াও, আগে ভোট গ্রহণের ৭২ ঘণ্টা আগে প্রচার বন্ধের কথা বলা হয়েছিল৷ এখন নতুন নিয়মে, ভোট গ্রহণের হওয়ার ৪৮ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হবে।

এ দিকে পুরনির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৃহস্পতিবার বিকেলে কোর বৈঠক শুরু হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাস ভবনে৷ উপস্থিত রয়েছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী-সহ তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব। এ ছাড়াও ভোট কুশলী প্রশান্ত কিশোর এই বৈঠকে উপস্থিত আছেন। সূত্রের দাবি, প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই এই বৈঠক। আজকেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-https://kolkatকাকে দেওয়া হবে পুরভোটের টিকিট? ঠিক করতে কালীঘাটে জরুরি বৈঠকে মমতা

RELATED ARTICLES

Most Popular