কলকাতা: রাজ্যে বিনিয়োগ-কর্মসংস্থানে গতি আনতে বুধবার থেকেই শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগেই এই সম্মেলন নিয়ে রাজ্যকে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বলেন, ‘সম্মেলন হয়। ভালো খাওয়া-দাওয়াও হয়। এটা মেলা-খেলার মতো হয়ে গিয়েছে। এই সম্মেলনে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, আমি আশা করব কিছু না কিছু হবে। বাংলার অর্থনীতি চাঙ্গা হবে, মানুষের চাকরি হবে সেই কামনা করছি।’
ম্যাঙ্গালোর বাংলার শ্রমিক মৃত্যু ঘটনা নিয়ে দিলীপ বলেন, ‘একাধিক রাজ্যে বাংলার শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটেছে। কারণ লক্ষ লক্ষ শ্রমিক এখান থেকে গিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করছেন। তৃণমূল সরকার আসার পর থেকে যুবক-যুবতীরা বাড়ি ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছেন। বাংলায় কাজ নেই বলেই তাঁরা রাজ্য ছাড়তে বাধ্য হচ্ছেন। ম্যাঙ্গালোরে যে দুর্ঘটনা ঘটছে, তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার।’
উপনির্বাচনে বিজেপির খারাপ ফল নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, ‘নির্বাচনে আমাদের পার্টি ভালো রেজাল্ট করতে পারেনি। তার জন্য কর্মীদের মধ্যে হতাশা আছে। রেজাল্ট খারাপ হয়েছে বলেই পরস্পর পরস্পরকে দোষারোপ করছে। হতাশার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। সাংগঠনিক পরিবর্তন হওয়ার জন্য অনেকেই বাদ পড়েছেন। তাঁদেরও ক্ষোভ-বিক্ষোভ আছে সবাইকে একত্রিত করে কাজে লাগালেই সমস্ত সমস্যার সমাধান হবে।’
আরও পড়ুন: medinipur tmc: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে দলীয় কর্মীরই বাড়ি তৈরি আটকে, পরস্পরকে দোষারোপ