skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeজেলার খবরWB Municipal Election: তালিকা নিয়ে আসানসোল তৃণমূলে ক্ষোভ, নাম না থাকায় নির্দল...

WB Municipal Election: তালিকা নিয়ে আসানসোল তৃণমূলে ক্ষোভ, নাম না থাকায় নির্দল হিসেবে দাঁড়ানোর হুমকি

Follow Us :

আসানসোল: বৃহস্পতিবার আসানসোল পুরনিগমের (Asansol Municipal Corporation) ভোটে তৃণমূলের প্রার্থিতালিকা (TMC candidate List) ঘোষণার পর প্রকাশ্যে দলের গোষ্ঠীকোন্দল৷ টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন পুরনো কাউন্সিলররা৷ কেউ কেউ নির্দল হয়ে ভোটে দাঁড়াবেন বলেও হুমকি দিয়েছেন৷ প্রার্থিতালিকায় নাম না থাকা দুই বিদায়ী কাউন্সিলরকে শুক্রবার দেখা গেল নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলতে৷ বিদায়ী এক কাউন্সিলর বলেন, ‘সারা বছর দলের হয়ে কাজ করার পরেও টিকিট পেলাম না৷’

আগামী ২২ জানুয়ারি আসানসোল-সহ চার পুরনিগমের ভোট৷ গতকাল চার পুরনিগমের ভোটের প্রার্থীদের নাম ওয়েবসাইটে ঘোষণা করে তৃণমূল৷ প্রার্থিতালিকা ঘোষণার পর পুরভোট নিয়ে সরগরম হয়ে উঠেছে বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ি৷ একদিকে টিকিট পাওয়া নেতারা কোমর বেঁধে নেমে পড়েছেন প্রচারে, অন্যদিকে প্রার্থী হতে না পারায় অসন্তোষ ছড়িয়ে পড়েছে দলের একাংশের মধ্যে৷ বাদ যায়নি আসানসোলও৷ প্রার্থিতালিকা থেকে নাম কাটা গিয়েছে আসানসোল পুরনিগমরে ৯৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর জাফর আলির৷ তিনি বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নই৷ হোয়াটসঅ্যাপেও যুক্ত ছিলাম না৷ আর সেই কারণে শেষ মুহূর্তে আমার নাম বাদ দেওয়া হয়েছে৷’ জাফর আলি পুরভোটে নিজের স্ত্রীকে নির্দল হিসেবে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন৷ আজ তিনি মনোনয়নপত্র তুলে নিয়ে যান৷

জাফর আলির মতোই কুলটির ১০২ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সরোজ কর্মকার ওরফে রাজুর নাম নেই তালিকায়৷ তিনি বলেন, ‘আমি এতদিন তৃণমূলের হয়ে খেটেছি৷ দলের হয়ে অনেক কাজ করেছি৷ লিস্টে নাম থাকার পরেও শেষ মুহূর্তে বাদ পড়ে৷ এলাকার লোকেদের অনুরোধে নির্দল হয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছি৷’ এদিন তিনিও মনোনয়নপত্র তোলেন৷ প্রার্থিতালিকা নিয়ে দলের নেতাদের ক্ষোভ ভালোই টের পেয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব৷ পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিধান উপাধ্যায় বলেন, ‘এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল৷ অনেকের নাম না থাকায় ক্ষোভ-কষ্ট হচ্ছে৷ তবে দু-একদিনের মধ্যে সব মিটে যাবে৷’

আরও পড়ুন: Civic Polls: আসানসোল পুরসভায় বামেদের অসম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ, বেহাল পুর পরিষেবার অভিযোগ

RELATED ARTICLES

Most Popular