Sunday, August 3, 2025
Homeকলকাতাউপনির্বাচনে বিজেপির তোলা সকল অভিযোগ খারিজ কমিশনের

উপনির্বাচনে বিজেপির তোলা সকল অভিযোগ খারিজ কমিশনের

Follow Us :

কলকাতা: বুথ দখল থেকে শুরু করে ইভিএমে কারচুপি এবং অবশেষে ভুয়ো ভোটার। ভবানীপুর উপনির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে এমনই একগুচ্ছ অভিযোগ করেছিল বিজেপি। পদ্ম শিবিরের প্রার্থী খোদ প্রিয়াঙ্কা টিবরেওয়াল-র করা সকল অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। মোত ২৩টি অভিযোগ কড়া হয়েছিল।

বৃহস্পতিবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয় মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে। সেই সঙ্গে দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্রে চলছে উপনির্বাচনের ভোট গ্রহণ। সমগ্র দেশের নজর রয়েছে এই ভবানীপুর কেন্দ্রের দিকে। কারণ এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওই ভবানীপুর কেন্দ্রে বিজেপির টিকিটে লড়াই করছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সকাল থেকে বিভিন্ন সময়ে নানাবিধ অভিযোগ করেছিলেন বিজেপির প্রার্থী। সকালের দিকে তিনি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে বুথ দখলের চেষ্টার অভিযোগ করে। সেই সঙ্গে ইভিএম-র কারচুপির অভিযোগও করেছিলেন।

আরও পড়ুন- ভরদুপুরে খালসা স্কুলে ধুন্ধুমার, নেপথ্যে কে, তৃণমূল না বিজেপি?

এরপরে একাধিক বুথে ছাপ্পা ভোটের অভিযগ করেছিলেন প্রিয়াঙ্কা। দুপুরের দিকে খালসা স্কুলে একজন ভুয়ো ভোটারকে হাতেনাতে ধরে ফেলেন বিজেপির প্রার্থী। যার কাছে ভোটার স্লিপ থাকলেও কোনও সচিত্র পরিচয়পত্র ছিল না। ঘটনাস্থল থেকে ওই অভিযুক্ত ভুয়ো ভোটার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে পরে ধরে ফেলা হয়। এছাড়াও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলেছিল বিজেপি।

আরও পড়ুন- হুইলচেয়ারে বসে ভবানীপুরে ভোট দিতে এলেন ৭৪ বছরের বৃদ্ধ

এই ধরনের মোট ২৩টি অভিযোগ করা হয়েছিল তৃণমূলের বিরুদ্ধে। যদিও বিজেপির পক্ষ থেকে করা সেই সকল অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। এই নিয়ে ফিরহাদ হাকিম বলেছেন, “প্রিয়াঙ্কা টিবরেওয়াল নতুন ভটে লড়াই করছেন। উনি নির্বাচনের নিয়ম জানেন না। ভোত খুব গুরুত্বপূর্ণ। এটা কোনও ছেলেখেলা নয়। নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা। বিজেপি আমাদের বিরুদ্ধে যা যা অভিযোগ করেছে সবই খারিজ করে দিয়েছে কমিশন।”

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39