ওয়েব ডেস্ক: মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে (Chandranath Sinha) ফের ইডির (Enforcement Directorate) তলব। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে তাঁকে। আগামী ৩১ শে জুলাই বেলা ১২ টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে চন্দ্রনাথ সিনহাকে (Chandranath Sinha)। এর আগে একাধিকবার তলব করা হয় মন্ত্রীকে।
জানা গিয়েছে, প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) ফের নোটিশ পেয়েছেন মন্ত্রী। এর আগেও তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডির আধিকারিকরা। মূলত তাঁর ও তাঁর পরিবারের নামে যে একাধিক স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে সেসব নথি নিয়েই হাজিরা দিতে বলা হয়েছে মন্ত্রীকে। যদিও এখনও মন্ত্রী এই বিষয়ে মুখ খোলেননি।
আরও পড়ুন: রবীন্দ্রনাথের ছবি হাতে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, দেখুন
ইডি সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সময়েই চন্দ্রনাথের নাম সামনে এসেছিল। মন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। আর এবার ফের ইডির ডাক পেলেন মন্ত্রী। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ৩১ শে জুলাই মন্ত্রী সঠিক সময়ের মধ্যে হাজিরা দেন কি না এখন সেটাই দেখার।
দেখুন অন্য খবর