মুম্বই : প্রথম থেকেই তাঁর অভিযোগ ছিল উদ্ধব ঠাকরে হিন্দুত্বের পথ থেকে সরে গিয়েছেন। তিনি বালা সাহেবের আদর্শও মানছেন না। আর বৃহস্পতিবার তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করার পর সেই একনাথ শিণ্ডে বললেন, আগামী দিনে হিন্দুত্বকে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর একমাত্র লক্ষ্য। বালা সাহেব ঠাকরের আদর্শকে আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে তিনি সব রকম ভাবে চেষ্টা চালিয়ে যাবেন।
এ খানেই শেষ নয়। দেবেন্দ্র ফড়নবীশ মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করার পরই শিণ্ডে বলেন, “আমি বিজেপি-নরেন্দ্র মোদি-দেবেন্দ্র ফড়নবীশের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। চির কৃতজ্ঞ থাকব। আমার সঙ্গে মাত্র ৫০ জন বিধায়ক। বিজেপির হাতে একশোর বেশি বিধায়ক। কিন্তু, তাও আমার জন্য মুখ্যমন্ত্রিত্ব তিনি ছেড়ে দিয়েছেন। এটা সত্যিই মহানুভবতা। দেবেন্দ্র ফড়নবীশের মতো মানুষের পক্ষেই এটা সম্ভব। এটা বিজেপির উদারতা।”
দুই বারের মুখ্যমন্ত্রীকে কুর্নিশ জানানোর পাশাপাশি শিণ্ডে আরও বলেন, গত তিন বছর ধরে রাজ্যে একটা দুর্নীতিগ্রস্ত সরকার ক্ষমতায় ছিল। উদ্ধব ঠাকরের সরকার হিন্দুত্ব থেকে সরে গিয়েছিল। রাজ্যের মানুষ এটা মেনে নিতে পারেননি।
আরও পড়ুন: Maharstra Crisis: মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিণ্ডে