Friday, August 15, 2025
HomeদেশAdhir Chowdhury: মোদিকে খুশি করতেই সনিয়াকে এড়ালেন মমতা, কটাক্ষ অধীরের

Adhir Chowdhury: মোদিকে খুশি করতেই সনিয়াকে এড়ালেন মমতা, কটাক্ষ অধীরের

Follow Us :

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুশি করতেই দিল্লি সফরে গিয়ে সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সনিয়াকে এড়ানোর বিষয়টিকে এ ভাবেই কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। একই সঙ্গে অধীর (Adhir Ranjan Chowdhury) দাবি করেছেন, উত্তর-পূর্ব ভারতে কংগ্রেসকে ভাঙার চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেস।

কংগ্রেস সাংসদ বলেন, উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) এখন সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাগ করতেন। ওনার ভাইপোকে (অভিষেক বন্দ্যোপাধ্যায়) ইডি ডাকার পরেই ভাবভঙ্গি বদলে গিয়েছে। অথচ আগে বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের ডাক দিয়ে মমতা সনিয়াকে চিঠি দিয়েছিলেন।

এর আগে জুলাই মাসের শেষ সপ্তাহে দিল্লিতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সে বার সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। রাহুল গান্ধীও আলোচনায় যোগ দেন। বৈঠকের পর বিরোধীদের এক ছাতার তলায় আসার পক্ষে সওয়াল করেন তৃণমূল সুপ্রিমো। সেই সাক্ষাতের পর থেকেই ক্রমেই তিক্ত হয়েছে তৃণমূল-কংগ্রেস সম্পর্ক। বেশ কয়েকটি রাজ্যে কংগ্রেসে ভাঙন ধরিয়েছে তৃণমূল।

আরও পড়ুন: BSF: জনস্বার্থ মামলায় বিএসএফকে সংযুক্ত করার নির্দেশ কলকাতা হাই কোর্টের

সুস্মিতা দেব, লুইজিনহো ফেলেইরো থেকে শুরু করে মুকুল সাংমারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলের মুখপাত্র ‘জাগোবাংলা’র সম্পাদকীয়তেও বেশ কয়েকবার কংগ্রেসের সমালোচনা করা হয়েছে। শুধু তাই নয়, স্বয়ং মমতা একাধিকবার প্রকাশ্যে কংগ্রেসের সমালোচনায় মুখর হয়েছেন। এই পরিস্থিতিতে অধীর চৌধুরীর বক্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

মেঘালয়ের বিরোধী দলনেতা কংগ্রেসের মুকুল সাংমার দলত্যাগ প্রসঙ্গে মুখ খুলেছেন বহরমপুরের সাংসদ। অধীরের অভিযোগ, শুধু মেঘালয় নয়, গোটা উত্তর-পূর্ব ভারতেই কংগ্রেসকে ভাঙার চক্রান্ত করছে তৃণমূল। ভোটকুশলী প্রশান্ত কিশোর এবং তৃণমূল নেতা লুইজিনহো ফেলেইরো এই চক্রান্তের পিছনে রয়েছে। কংগ্রেসের কাছে সমস্ত তথ্যই রয়েছে।

মেঘালয়ের ১২ কংগ্রেস বিধায়কের তৃণমূলে যোগদান প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, আমি চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহস থাকলে ওনাদের তৃণমূলের প্রতীকে জিতিয়ে এনে দলে যোগ দেওয়ান। তৃণমূল সাংসদ সৌগত রায় এই প্রসঙ্গে বলেছেন, হতাশা থেকে এ সব কথা বলেছেন অধীর। উনি যা বলেছেন প্রমাণ করুন।

আরও পড়ুন: Mukul Sangma TMC: তৃণমূলের হাত ধরে পিছিয়ে পড়া মেঘালয়ের উন্নয়ন চান সাংমা

তৃণমূলে মুখপত্র ‘জাগোবাংলা’র সম্পাদকীয়কেও অধীর চৌধুরীকে তুলোধনা করা হয়েছে। লেখা হয়েছে, ‘দলের জাতীয় স্তরের নেতৃত্বের চাইতে অধীর চৌধুরীর জ্বালাটা যেন একটু বেশি। অধীর চৌধুরী অস্তিত্ব সংকটে ভুগছেন। সেটা হওয়াটাই স্বাভাবিক। কারণ, বাংলায় তাঁদের দলকে তিনি শূন্যতে টেনে নামিয়েছেন।’

অধীরের সমালোচনা করে আরও লেখা হয়েছে, ‘বিধানসভায় কংগ্রেসের নাম মুছে গিয়েছে। উপনির্বাচনে তো আরও করুণ অবস্থা। ভোট একই শতাংশের নিচে নেমেছে। জোট আর ঘোঁটে দলটাকে তুলে দেওয়ার জায়গায় নিয়ে গিয়েছেন।’  

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
RG Kar Incident | ১ বছর আগে রাত দখলের ডাক দেওয়া সেই রিমঝিম সিংহ আজ কী বললেন? দেখুন সরাসরি
00:00
Video thumbnail
RG Kar Incident | Raat Dakhal | রাত দখল কর্মসূচি নিয়ে কী বললেন ডঃ তমোনাশ চৌধুরী? দেখুন এই ভিডিও
05:35
Video thumbnail
Politics | ভোটার তালিকায় মৃ/ত তাঁরা রাহুলের সঙ্গে চা খেলেন যারা
04:58
Video thumbnail
Politics | আ/ক্রান্ত শ্রমিক, বাঙালি হওয়া অপরাধ ঠিকানা- বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ
05:22
Video thumbnail
RG Kar Incident | Raat Dakhal | বিনিদ্র রাতের ১ বছর, যাদবপুর থেকে রুবি কী ছবি? দেখুন সরাসরি
17:19
Video thumbnail
Politics | যতই হোক শূন্য আসন প্রদেশ কংগ্রেসে ১৭৯ জন
05:36
Video thumbnail
Politics | কাউন্সিলর ফাঁকি দিচ্ছেন কর, অভিযোগ করলেন আরেক কাউন্সিলর
04:44
Video thumbnail
Politics | প্রশ্ন করতেই বিধায়ক চটলেন অ/ক/থ্য ভাষায় গা/লাগা/লি করলেন
05:34
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
03:43:46
Video thumbnail
Bangla Bolche | TMC vs BJP | পিছনের দরজা দিয়ে বাংলা জয়ের চেষ্টা?
02:35