skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeCurrent NewsKMC Election 2021: প্রচার শেষ, শহরজুড়ে কমব্যাট ফোর্সের রুট মার্চ শুরু

KMC Election 2021: প্রচার শেষ, শহরজুড়ে কমব্যাট ফোর্সের রুট মার্চ শুরু

Follow Us :

কলকাতা : মাঝে মাত্র একটি দিন । রবিবার অর্থাৎ হাজার ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন (KMC Election 2021) । নির্বাচনকে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ ভাবে করা রাজ্য সরকারের কাছে বড় চ্যালেঞ্জ । রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই হাই কোর্টের নির্দেশে কলকাতা পুলিশকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে । সেই ভাবেই এ দিন বিকালে প্রচার পর্ব শেষ হওয়ার পর পরই কলকাতা পুলিশের কমব্যাট ফোর্সের জওয়ানরা শহরে কলকাতার বিভিন্ন প্রান্তে রুট মার্চ শুরু করে দিল ।

কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর বিরোধীদের দাবি নিয়ে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ এখনও রায় শোনায়নি । আদালত সূত্রের খবর, আজ রাতে বা কাল সকালে ওয়েবসাইটে এ-বিষয়ে রায় জানাতে পারে । যদিও, ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ এক দফায় তা নাকচ করে দিয়েছে । তার পরই বিরোধীরা ফের কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে । কেন্দ্রীয় বাহিনী কলকাতা পৌরসভা নির্বাচনে ব্যবহার করা হবে কি না, শেষ পর্যন্ত তা হাই কোর্টের নির্দেশের অপেক্ষায় রয়েছে ।

ইতিমধ্যেই কলকাতা পুলিশের কমব্যাট ফোর্সের রুট মার্চের মাধ্যমে কলকাতা পুলিস এবং রাজ্য পুলিস যৌথ ভাবে কলকাতার পুরভোটকে সুষ্ঠু ও অবাধ করার সব রকম পদক্ষেপ চূড়ান্ত করে ফেলেছে । তারই অংশ হিসেবে এ দিন প্রচারের শেষ লগ্নে কলকাতা পুলিশের কমব্যাট ফোর্সের রুট মার্চ বলে পুলিসের তরফে জানানো হয়েছে । এ দিন শ্যামবাজার, পার্ক সার্কাস-সহ কলকাতার বিভিন্ন প্রাপ্ত রুট মার্চ করে পুলিস ।

RELATED ARTICLES

Most Popular