skip to content
Friday, June 28, 2024

skip to content
HomeদেশModi congratulates AAP: পঞ্জাব জয়ে আম আদমি পার্টিকে অভিনন্দন মোদির, সাহায্যের আশ্বাস

Modi congratulates AAP: পঞ্জাব জয়ে আম আদমি পার্টিকে অভিনন্দন মোদির, সাহায্যের আশ্বাস

Follow Us :

নয়াদিল্লি: ৫ রাজ্যের ভোটে বিপুল সাফল্য এসেছে। একমাত্র পঞ্জাব ছাড়া বাকি ৪ রাজ্যই বিজেপির দখলে এসেছে। একমাত্র পঞ্জাবেই গেরুয়া শিবির সেভাবে দাঁত ফোটাতে পারেনি। কংগ্রেসকে হারিয়ে সেখানে প্রথম বারের জন্য ক্ষমতা দখল করেছে আম আদমি পার্টি। অরবিন্দ কেজরিওয়ালের দলকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পঞ্জাবের উন্নয়নের জন্য কেন্দ্রের তরফে প্রয়োজনীয় সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।

মোদি টুইটে লিখেছেন, ‘পঞ্জাব নির্বাচনে জেতার জন্য আম আদমি পার্টিকে অভিনন্দন জানাচ্ছি। পঞ্জাবের কল্যাণের জন্য যা যা দরকার, কেন্দ্রের তরফে তা করা হবে। আমি সবরকম সহযোগিতা করব।’ ১১৭ আসন বিশিষ্ট পঞ্জাব বিধানসভায় এবার আপ সকলের পছন্দের ছিল। কেজরিওয়াল পঞ্জাবে পরিবর্তনের ডাক দিয়েছিলেন। তাঁর স্লোগান ছিল ‘বদলাও’ অর্থাৎ বদল কর। বুথ ফেরত সমীক্ষাগুলিও আভাস দিয়েছিল পঞ্জাবের মসনদে বসতে চলেছে আপ।

পঞ্জাবে আপ শুধু ক্ষমতা দখলই করেনি। কংগ্রেস সহ অন্যান্য দলের তারকা প্রার্থীদেরও হারিয়েছেন আপের নতুন মুখেরা। পঞ্জাব লোক কংগ্রেস সুপ্রিমো, প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং হেরে গিয়েছেন। দুটি আসনে দাঁড়িয়েও জিততে পারেননি বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি। চমকৌর সাহেব এবং ভাদৌর, এই দুই কেন্দ্রে লড়েছিলেন চন্নি। দু’টিতেই হেরেছেন তিনি।  কংগ্রেসের প্রথম সারির নেতা নভজ্যোৎ সিংহ সিধুও জিততে পারেননি।

আরও পড়ুন: Punjab Election Result 2022: পঞ্জাবে ইতিহাস গড়লেন কেজরি, ছ’দশক পর কং-অকালির হাতছাড়া অমৃতসর

পঞ্জাবে অরবিন্দ কেজরিওয়ালের দল ৯২টি আসনে জিতেছে। শিরোমণি অকালি দল ৩টি, কংগ্রেস ১৮টি,বিজেপি ২টি এবং বিএসপি একটি আসনে জিতেছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভগবন্ত মান। ২০১৪ সালে আম আদমি পার্টিতে যোগ দিয়ে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন মান। ২ লক্ষ ১১ হাজারেরও বেশি ভোটে জেতেন তিনি। ২০১৯ সালে ফের নির্বাচনে দাঁড়িয়ে লোকসভার সদস্য হন। সংসদের নিম্ন কক্ষে তিনিই একমাত্র আপের সদস্য।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Rahul Gandhi | স্পিকার ওম বিড়লাকে কী কথা বললেন রাহুল গান্ধী?
03:31:46
Video thumbnail
Mamata Banerjee | পুলিশ-পুরসভাকে কড়া বার্তা, কী কী বললেন?
01:00:15
Video thumbnail
Mamata Banerjee | রাজ্যপালের কাছে যেতে ভয় পাচ্ছে মেয়েরা! এ কী বললেন মমতা?
01:26:41
Video thumbnail
Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর নির্দেশে জয়েন্ট ইনসপেকশন কাদের নির্দেশ? কী কী নির্দেশ?
34:06
Video thumbnail
Mamata Banerjee | ১টা রাস্তা ৫ বছর চলে না কেন? প্রবল ক্ষুব্ধ মমতা
26:01
Video thumbnail
Mamata Banerjee | রাস্তায় আবর্জনা ফেলা যাবে না আর কী কী বললেন মমতা?
36:06
Video thumbnail
Mamata Banerjee | জবরদখল দেখলে গ্রেফতার কাউকে ছাড় নয়
24:16
Video thumbnail
Mamata Banerjee | মন্ত্রীদের কী কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
02:16:51
Video thumbnail
Mamata Banerjee | হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, বললেন মমতা
22:05
Video thumbnail
Mamata Banerjee | নেতাদের কথায় ক্রস চেক হবে না বিরাট মন্তব্য মুখ্যমন্ত্রীর
31:51