কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ফের একবার নুপূর শর্মার গ্রেফতারির দাবি তুলল তৃণমূল কংগ্রেস। কেন এতদিন তাঁকে গ্রেফতার করা হয়নি, প্রশ্ন রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দলের। তৃণমূল মুখপাত্র তথা রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় এদিন বলেন, অনেক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নুপূর শর্মার গ্রেফতারির দাবি জানিয়েছিলেন। তার পরও কেন তাঁকে গ্রেফতার করা হল না? যে নুপূর শর্মার মন্তব্যের প্রেক্ষিতে আজ এমন অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছে, তাঁর বিরুদ্ধে কেন পদক্ষেপ করছে না কেন্দ্র, ফের প্রশ্ন তুলল তৃণমূল।
এদিন সুখেন্দুশেখর বলেন, বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্যের জন্যই রাজ্যের শান্তির পরিবেশ বিঘ্নিত হয়েছে। কেন্দ্রের এই বিজেপি সরকার না পারছে মানুষকে শান্তি দিতে, না পারছে মানুষকে নিরাপত্তা দিতে। কাশ্মীরের পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বিজেপি সরকার মানুষকে ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ। কাশ্মীরি পণ্ডিতদের নির্বিচারে হত্যা করা হয়েছে। এর জবাব দিক কেন্দ্রের বিজেপি সরকার, মন্তব্য সুখেন্দুর।
এর পরই সুখেন্দু বলেন, বঙ্গ বিজেপির নেতারা ধারাবাহিক ভাবে উস্কানিমূলক মন্তব্যকে প্রশয় দিয়েছে। যেভাবে গত কয়েকদিন ধরে রাজ্যে বিক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে, তাতে বিজেপির অনেক গঠনমূলক পদক্ষেপ করা উচিত ছিল। তা না করে উস্কানিমূলক মন্তব্য করছেন তারা। আর যে বিজেপি নেত্রীর মন্তব্যকে কেন্দ্র করে শুধু দেশীয় ক্ষেত্রে নয়, আন্তর্জাতিক দুনিয়াতেও মুখ পুড়েছে ভারতের, সেই নুপূর শর্মাকে কেন গ্রেফতার করা হল না, প্রশ্ন তৃণমূলের।
আরও পড়ুন: Sukanta Majumdar:সুকান্ত গ্রেফতার হতেই লালবাজারে অগ্নিমিত্রা, জেলায় জেলায় বিক্ষোভ বিজেপির