Tuesday, August 12, 2025
HomeCurrent Newsনারদ কাণ্ড নিয়ে নাম না করে শুভেন্দুকে নিশানা মমতার

নারদ কাণ্ড নিয়ে নাম না করে শুভেন্দুকে নিশানা মমতার

Follow Us :

কলকাতা: ভবানীপুরে ভোট ঘোষণা হতেই প্রচারে নেমে পড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ বুধবার বিকালে ভবানীপুরে এক কর্মিসভায় অংশ নেন তিনি৷ আর সেখানেই কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে ঝাঁঝিয়ে ওঠেন মমতা৷ নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন মমতা। তাঁর অভিযোগ, তৃণমূল সরকারকে জব্দ করতেই ইডি (ED), সিবিআইয়ের (CBI) মত তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে কেন্দ্র৷ অথচ নারদ কাণ্ডে অন্যতম অভিযুক্তর বিরুদ্ধে কিছুই করা হচ্ছে না। একইসঙ্গে মমতা নন্দীগ্রাম বিধানসভা ভোটের ফলাফল নিয়ে শুভেন্দুকে কড়া আক্রমণ করেন। ভোটের আগে জেলাশাসক ও পুলিশ সুপার-সহ একাধিক পদস্থকর্তাকে বদল করে ছাপ্পা ভোট করানো হয়েছিল বলেও তাঁর অভিযোগ।

নন্দীগ্রাম বিধানসভা ভোটের ফলাফল নিয়ে এদিন গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “নন্দীগ্রামে লড়েছিলাম। হেরেছি। চক্রান্ত করা হয়েছিল বলে এমন ফলাফল। তথ্যপ্রমাণ না থাকলে আদালত কিন্তু অভিযোগ গ্রহণ করত না।” এখানেই শেষ নয়, মমতার আরও অভিযোগ, নন্দীগ্রাম বিধানসভা ভোটের একাধিক ইভিএম ভাঙ্গা ছিল, ঠিকমতো ভিভিপ্যাট গোনা করা হয়নি। ডিএম, এসপিসহ সমস্ত কিছু বদলে দিয়ে ছাপ্পা ভোট করানো হয়েছিল। আমি দু ঘন্টা ওখানে বসে থেকে দেখেছি কী হয়েছে।”

আরও পড়ুন- নারদ কান্ডে আসল চোরের নাম নেই চার্জশিটে, শুভেন্দুর নাম না করে বিরোধী দলনেতাকে বিঁধলেন মমতা

Mamata Banerjee on wheel chair
নন্দীগ্রামে ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপরেই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কারণ, কয়লা পাচার কাণ্ডে আবারও তলব করা হয়েছে অভিষেককে৷ এর আগে গত সোমবার কয়লা কেলেঙ্কারিতে ডায়মন্ড হারবারের সাংসদকে ন’ঘণ্টা জেরা করেছিল ইডি৷ ফের তাঁকে তলব করায় সুর চড়ালেন তৃণমূল নেত্রী৷ বলেন, ‘দু’দিনও হয়নি অভিষেককে ডেকে ৯ ঘণ্টা জেরা করল৷ আবার ডেকে পাঠিয়েছে৷ এখানকার মামলায় দিল্লিতে নিয়ে যাচ্ছেন কেন?’ কাল গালে চুমু খেতে? ক্ষমতা থাকলে কলকাতায় ডাকুন৷ কলকাতায় তো আপনাদের অফিস রয়েছে৷’

আরও পড়ুন: বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে শুভেন্দুকে সরাতে অনাস্থা

মমতার অভিযোগ, তাঁকে আঘাত করার জন্যই অভিষেককে দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে৷ কিন্তু অভিষেকের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই৷ এভাবে কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে বিরোধীদের মুখ বন্ধ করা হয়৷ এ প্রসঙ্গে টেনে আনেন মুলায়ম সিং এবং শরদ পাওয়ারের নাম৷ জানান, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে শরদ পাওয়ার, মুলায়ম সিংকেও জব্দ করার চেষ্টা হয়েছে৷

আরও পড়ুন-শুভেন্দুকে রক্ষাকবচ সিঙ্গল বেঞ্চের, চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য

ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সিগুলোর তৎপরতা বাড়ে বলে অভিযোগ তৃণমূল নেত্রীর৷ গত কয়েকদিনের ঘটনাপ্রবাহে তেমনই ইঙ্গিত মিলছে৷ নারদ মামলায় চার্জশিট দিয়েছে ইডি৷ তাতে নাম রয়েছে রাজ্যের দুই মন্ত্রীর৷ কয়লা পাচার কাণ্ড সস্ত্রীক অভিষেককে দিল্লিতে তলব৷ আইকোর চিটফাণ্ড মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে ইডি৷ তার পর অভিষককে দিল্লিতে জেরা৷ মমতার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এই ঘটনা ঘটাচ্ছে কেন্দ্রীয় সরকার৷ ভোট ঘোষণা হতেই ‘নাচছে’ কেন্দ্রীয় এজেন্সি৷ নারদ নিয়ে তোপ দেগে বলেন, সুব্রতদার নাম আছে৷ কিন্তু আসল চোরের নাম নেই কেন?

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Rahul Gandhi | Mahua Moitra | অসুস্থ মহুয়া, পাশে রাহুল চুমু ছুুড়লেন কাকে? দেখুন এই ভিডিও
01:56:26
Video thumbnail
SIR | Delhi | বিরোধীদের সাংসদদের গাড়িতে তুলে কোথায় নিয়ে যাওয়া হল? দেখুন এই ভিডিও
03:58:41
Video thumbnail
Israel-Germany | অ/স্ত্র পাঠানো বন্ধ করল জার্মানি, এবার কী করবে ইজরায়েল? দেখুন স্পেশাল রিপোর্ট
02:09:45
Video thumbnail
INDIA Alliance | বিরোধী সাংসদদের মিছিলের আগে কী ঘটেছিল? দেখুন এই ভিডিও
01:48:20
Video thumbnail
Akhilesh Yadav | ব্যারিকেডে বি/ক্ষো/ভ, রাজপথে ধর্না অখিলেশের
01:32:30
Video thumbnail
Mahua Moitra | Akhilesh Yadav | ব‍্যারিকেড টপকালেন মহুয়া-অখিলেশ, তারপর কী হল দেখুন
01:34:51
Video thumbnail
SIR | Delhi | SIR নিয়ে দিল্লিতে প্রতিবাদে বিরোধী জোট, কী অবস্থা? দেখুন সরাসরি
01:46:55
Video thumbnail
Rahul | SIR নিয়ে দিল্লিতে প্রতি/বাদ, প্রিজন ভ্যানে তোলা হল রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে
45:36
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
02:40:40
Video thumbnail
Bangla Bolche | Saikat Giri | 'কমিশন BJP-RSS-এর মতো আচরণ করছে'
02:48