Sunday, August 17, 2025
Homeরাশিফল১৩ অগাস্ট, আজ কার ভাগ্যে কী আছে? জানুন আজকের রাশিফল

১৩ অগাস্ট, আজ কার ভাগ্যে কী আছে? জানুন আজকের রাশিফল

Follow Us :

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। আমরা সকলেই চাই প্রতিদিন আমাদের যেন ভাল কাটে। তাই তো? কিন্তু সারাদিন থাকে নানা চিন্তা, কাজ সহ অনেক কিছু। মোকাবিলা করতে হয় অনেক চ্যালেঞ্জেরও। তবে এই সবের মধ্যে নিশ্চই জানতে ইচ্ছে করে, আজ সারাদিন কেমন কাটতে পারে? ভাল কিছু অপেক্ষা করে আছে কি না? এছাড়াও কেমন থাকবে আর্থিক অবস্থা? কী আছে ভাগ্যে? তাহলে দেরি না করে বরং জেনে নিন ছুটির দিন রবিবার আপনার কেমন কাটবে সারাদিন।

মেষ রাশি- মেষ রাশির জাতকদের আজ সতর্ক থাকতে হবে। শারীরিক অবস্থা খারাপ থাকতে পারে। আকস্মিক আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে। তবে, কর্মক্ষেত্রে পরিস্থিতি ভালো থাকবে না। দিনের মধ্যভাগে আর্থিক কারণে অধিক ব্যাকুল থাকবেন। কোনও আশার আলো দেখতে না-পাওয়ায় মনের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা থাকবে। কারও কাছ থেকে সাহায্য বা অন্য কোনও কিছু প্রত্যাশা করবেন না। বাড়িতে কারও সঙ্গে বিবাদে জড়াবেন না।

বৃষ রাশি- এই রাশির জাতকদের চিন্তাভাবনা অন্যের সঙ্গে মিলবে। সমাজে সকলে আপনার কথা শুনলেও বাড়িতে আপনার কথা কেউ শুনবে না। পরিবারের সদস্যরা আপনার রহস্যময় স্বভাবের কারণে বিরক্ত হবেন। আজ পরিবারের সদস্যদের স্বাস্থ্যের যত্ন নিন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি ভালো। তবে কোনও কারণে মনের মধ্যে ভয় থাকবে। ব্যবসায়ীরা দুপুর পর্যন্ত ব্যবসায় ব্যস্ত থাকবেন। অসম্পূর্ণ কাজ পূরণের পর কাজে মনোনিবেশ করতে পারবেন না। 

মিথুন রাশি- মিথুন রাশির জাতকরা আজ অনেক কিছু শেখার সুযোগ পাবেন। তবে নিজের ভালোর জন্য রাগ করবেন। ব্যবসার সফল হবেন। তবে, লাভের কাছে পৌঁছেও বাধার কারণে খালি হাতে ফিরে আসতে হবে। বন্ধু ও আত্মীয়রা নিজের রাগ প্রকাশ করতে পারেন। পরিবারের সদস্যদের নিন্দা করবেন না। স্বাস্থ্যে ওঠা-পড়া দেখা দেবে। চোখ, পিঠ বা কাঁধের সমস্যা সম্ভব। অর্থের জন্য অপ্রয়োজনীয় দৌড়ঝাপ করে কিছু লাভ করতে পারবেন না।

কর্কট রাশি- কর্কট রাশির জাতকরা আজ আলস্যে ভরে থাকবে। শারীরিক অবস্থা খারাপ থাকতে পারে। এই রাশির জাতকরা দিনের শুরুতে অধিকাংশ কাজ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু খুব বেশিক্ষণ বিশ্রাম করতে পারবেন না। পড়ে থাকা পারিবারিক কাজ বাধ্য হয়ে সম্পন্ন করতে হবে, তা না-হলে কলহের সম্ভাবনা থেকে যাবে। কর্মক্ষেত্রে অধিক মনোনিবেশ করতে পারবেন না। তবে কিছু ক্ষণের মধ্যে প্রয়োজনয়ীতা অনুযায়ী অর্থ লাভ করতে পারবেন। আয়ের চেয়ে বেশি ব্যয় হবে। 

সিংহ রাশি- সিংহ রাশির জাতকদের স্বাস্থ্যোন্নতি হবে। তবে মেজাজ খিটখিটে হওয়ায় আশপাশের লোকেরা বিরক্ত হবে। বাড়ি ও কর্মক্ষেত্রে সকলে আপনাকে সন্দেহের দৃষ্টিতে দেখবে। বাড়িতে কোনও না-কোনও ব্যক্তির সঙ্গে তর্ক হবে। কাজ ও ব্যবসায় অধিক প্রত্যাশা করবেন না। দুপুর পর্যন্ত কাজে মনোনিবেশ করতে পারবেন। সেই অনুযায়ী সীমিত লাভ অর্জন করতে পারবেন। বাড়ির কাজকর্ম ও পরিবারের সদস্যদের করে থাকা প্রতিশ্রুতি পূরণে সংকোচ করবেন। 

কন্যা রাশি- কন্যা রাশির জাতকরা পারিবারিক বিবাদ ত্যাগ করে অন্য বিষয়ে জয় লাভ করতে পারবেন। পরিবারের কোনও সদস্যের কারণে সামাজিক মানসম্মান কমতে পারে। পরে অনুতাপ হওয়ার চেয়ে ভালো এখন সতর্ক হন। ধর্ম-কর্মে কম মনোনিবেশ করবেন। কর্মক্ষেত্রে কম সময়ের মধ্যে আশাজনক লাভ অর্জন করতে পারেন। তবে এর জন্য বিনোদন, পর্যটন ও কাজ থেকে মন সরাতে হবে। কম সময়ে প্রয়োজনীয়তা অনুযায়ী কম ধনাগমন হবে।

তুলা রাশি- তুলা রাশির জাতকদের স্বভাবে জেদ দেখা দেবে। পরিবারের সদস্যদের প্রতি আপনার ব্যবহারে তিক্ততা দেখা দিতে পারে। বিরোধীর প্রতি নরম মনোভব পোষণ করবেন, এর ফলে আপনার লোকসান হবে। বিদেশি ও বহিরাগত যোগাযোগ মাধ্যম থেকে অধিক লাভের সম্ভাবনা রয়েছে। ধন লাভ সাধারণ থাকবে, তবে লোকদেখানোয় অধিক অর্থ ব্যয় হবে। বাড়িতে কোনও বস্তু কেনাকাটার কারণে মতভেদ উৎপন্ন হতে পারে। যাত্রা করবেন না। তা না-হলে অর্থ ব্যয়ের পাশাপাশি অসুস্থত হতে পারেন।

বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির জাতকদের মনে উদাসীনতা থাকবে। কাজকর্মের কারণে পরিজনদের সময় দিতে পারবেন না। দিনের শুরু থেকে জরুরি কাজে ব্যস্ত থাকবেন এবং আকস্মিক যাত্রা করতে হবে পারে। দুপুরের পর দৌড়ঝাপের পরিণাম আপনাকে সন্তুষ্টি প্রদান করবে। অর্থের প্রবাহ ভালো হবে না। তবে ভবিষ্যতের জন্য লাভজনক সওজা অর্জন করতে পারবেন। প্রয়োজনীয়তা অনুযায়ী অর্থ লাভ করতে পারেন। সন্ধ্যাবেলা ব্যয় বৃদ্ধির ফলে কষ্টে অর্থ সঞ্চয় করতে পারবেন। স্বাস্থ্য ভালো থাকবে।

ধনু রাশি- ধনু রাশির জাতকদের আজকের দিনটি প্রতিকূল থাকবে। রাগ নিয়ন্ত্রণে রাখুন। অসাফল্য়ের রাগ পরিবারের সদস্যদের ওপর বের করার ফলে পরিবারের পরিবেশ নষ্ট হবে। বদনাম হতে পারেন। পরিবারের সদস্যরা কোনও না-কোনও কারণে ঈর্ষান্বিত থাকবেন। তাই আপনারা মৌন থাকুন। কর্মক্ষেত্রে আকস্মিক লাভের সম্ভাবনা রয়েছে। এর জন্য সময় দিতে হতে পারে। বিরোধী সক্রিয় হবে, তাঁদের মধ্যে সামনে কথা বলার সাহস থাকবে না। কিছুদিনের জন্য দুর্বলতা ও শারীরিক সমস্যা অনুভূত হতে পারে।

মকর রাশি- মকর রাশির জাতকরা আজ অধিকাংশ সময় আলস্যে কাটাবেন। স্বাস্থ্য ভালো থাকা সত্ত্বেও কাজ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। ধন লাভের সম্ভাবনা রয়েছে। তবে বার বার বাধা সৃষ্টি হওয়ায় মন হতাশ হতে পারে। লেখালেখি ও শিল্পক্ষেত্রের সঙ্গে জড়িত জাতকরা আকস্মিক লাভ অর্জন করবেন, কিন্তু কঠিন অভিজ্ঞতা হবে। পরিবারের সদস্যদের মধ্যে স্বার্থ দেখা দেবে। বাবার কোনও কথায় কারণে জেদ চেপে বসবেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়া সত্ত্বেও বাবাকে বেশি গুরুত্ব দেবেন না। সুসংবাদ পেতে পারেন। অসম্পূর্ণ কাজ পূর্ণ হবে। কলহ সম্ভব।

কুম্ভ রাশি- কুম্ভ রাশির জাতকরা আজ হইহুল্লোড় করে বা একাকীত্বে সময় কাটাতে চাইবেন। মন সন্তুষ্ট থাকবে। কোনও বিশেষ কাজের কারণে মনের মধ্যে চিন্তাভাবনা চলতে থাকবে। অন্যের উপকার করবেন। সুসংবাদ পাবেন। সমাজের বরিষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে অপ্রত্যাশিত সাহায্য লাভের ফলে উৎসাহিত হবেন। এর পর অধিকাংশ সময়ে পারিবারিক কাজ মেটাতে ব্যস্ত থাকবেন। ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। তবে আত্মীয়দের খুশির জন্য কিছু ব্যয় করতে পারেন। পেটের রোগ হতে পারে।

মীন রাশি- মীন রাশির জাতক অহেতুক কথায় অধিক মনোনিবেশ করবেন। অন্যকে বিরক্ত করতে অধিক অনন্দিত হবেন। স্বভাব চঞ্চল হবে। সকলের সঙ্গে নম্র ব্যবহার করবেন। পরিবারের সদস্যরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবেন। অফিসে জোরজবরদস্তি কাজ করবেন। দুপুর নাগাদ অর্থ আগমন হবে, যার ফলে আনন্দ লাভ করতে পারেন। মহিলারা ইচ্ছাপূরণ হওয়ায় প্রসন্ন হবেন।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। কলকাতা টিভি অনলাইন এটি নিশ্চিত করে না।)

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | SIR-ই কি মোদির 'মিশন ডেমোগ্রাফি' ?
49:11
Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36