ওয়েব ডেস্ক : পাটনায় (Patna) নারকীয় ঘটনা। দুই নাবালককে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে পাটনার জানিপুর এলাকায়। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।
বিভিন্ন সংবাদমাধ্যের প্রতিবেদন অনুযায়ী। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। তার সুযোগ নিয়ে নারকীয় ঘটনা ঘটায় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, নিহত দুই শিশুর নাম হল অঞ্জলি (১৫) ও অংশ (১০)। তাদের বাবা-মা হলেন শোভা দেবী এবং লালন কুমার গুপ্তা। তারা পাটনার নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত ছিলেন বলে খবর।
আরও খবর : ফের শুরু হল অমরনাথ যাত্রা, বৃষ্টির দাপটে বন্ধ পহেলগামের রাস্তা
শিশুদের বাবা লালন গুপ্ত বলেন, “আমার ছেলেমেয়েকে আগে খুন করা হয়েছে, তারপর দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। যদি এটা কোনও দুর্ঘটনা হতো, তাহলে ওরা বাঁচার চেষ্টা করত, দরজা খোলার চেষ্টা করত। কিন্তু তেমন কিছু হয়নি। বাড়ির আশেপাশে দুই-তিনজন অচেনা লোককে দেখা গিয়েছিল।” তিনি আরও বলেন, “আমি দোষীদের জীবন্ত পুড়িয়ে মারতে চাই। পুলিশকে আজই দোষীদের ধরতে হবে।”
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জানিপুর থানার পুলিশ(Police) । এর পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। কারা এর পিছনে রয়েছে তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। এক পুলিশ আধিকারিক বলেছেন, এখনও পর্যন্ত খুনের দিকটি নিশ্চিত করা যায়নি। তবে আত্মীয়দের কথা মাথায় রেখেই সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, পর পর বিহারে (Bihar) একাধিক অপরাধের ঘটনা ঘটেছে। তার সঙ্গে যুক্ত হল আরও একটি নারকীয় ঘটনা। এ নিয়ে প্রশাসনের দিকে আঙুল তুলেছেন অনেকে।
দেখুন অন্য খবর :