ওয়েব ডেস্ক : ২০২৩ সালে অক্টোবরে ইজরায়েলে (Israel) হামলা চালিয়েছিল হামাস (Hamas)। সেই ঘটনায় একাধিক ইজরায়েলিদের পণবন্দি করেছিল তারা। সেই ঘটনার প্রায় দু’বছর হতে চলেছে। তবে এখনও বহু মানুষ মুক্তি পাননি। এই পরিস্থিতে সামনে এসেছে একটি ভিডিও। যেখানে এক শীর্ণকায় যুবককে একটি টানেলের ভিতরে মাটি খুঁড়তে দেখা যায়। তাকে বলতে শোনা যায়, “আমি এখন যা করছি, তা নিজের কবর নিজেই খোঁড়া”। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এটি হামাসের চক্রান্ত বলে যুবকের পরিবারের তরফে দাবি করা হয়েছে।
ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবক অর্ধনগ্ন অবস্থায় মাটি খুঁড়ছেন। ওই যুবকের নাম ডেভিড (২৪)। মাটি খুঁড়তে খুঁড়তে তাঁকে বলতে শোনা যায়, “আমি এখন যা করছি তা হল নিজের কবর নিজেই খনন করা,” হিব্রুতে এই কথা বলেন তিনি। সঙ্গে তিনি বলেছেন, “প্রতিদিন আমার শরীর দুর্বল থেকে দুর্বলতর হয়ে উঠছে। আমি সরাসরি আমার কবরের দিকে হেঁটে যাচ্ছি। এখানেই সেই কবর যেখানে আমাকে সমাহিত করা হবে। মুক্তি পাওয়ার এবং পরিবারের সঙ্গে আমার বিছানায় ঘুমানোর সময় ফুরিয়ে আসছে।”
আরও খবর : ধেয়ে আসছে প্রবল ঝড়! তছনছ হবে দেশ, জারি লাল সতর্কতা
এ নিয়ে ওই যুবকের পরিবারের তরফে বলা হয়েছে, “চক্রান্তের অংশ হিসেবে আমাদের ছেলেকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা বিশ্বের দেখা সবচেয়ে ভয়াবহ কাজগুলির মধ্যে একটি। কেবল হামাসের (Hamas) চক্রান্তের জন্যই তাকে অনাহারে রাখা হচ্ছে।” উল্লেখ্য, ২০২৩ সালে ৭ অক্টোবর ইজরায়েলের উপর হামলা চালিয়েছিল হামাস। ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১,২১৯ জন ইজরায়েলি। পণবন্দি করা হয়েছিল অনেকজনকে। এর জবাবে পাল্টা গাজায় হামলা চালায় ইজরায়েল (Israel) বাহিনী। হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ৬০ হাজার মানুষের।
জানা যাচ্ছে, এখনও হামাসের (Hamas) হাতে বন্দি হয়ে রয়েছেন ৪৯ জন বন্দি। তাদের মুক্তি না দিলে ইজরায়েল (Israel) হামলা চালিয়ে যাবে বলে জানানো হয়েছে তেল আভিভের তরফে। তার মাঝেই এক ইজরায়েলি পণবন্দি যুবকের এমন একটি ভিডিও সামনে এল। যা দেখে অনেকেই আঁতকে উঠেছেন। অন্যদিকে, সম্প্রতি হামাসের তরফে দাবি করে বলা হয়েছে, প্যালেস্তাইনকে স্বাধীন দেশ হিসাবে ঘোষণা না করা পর্যন্ত তারা অস্ত্র ত্যাগ করবে না। শনিবার সন্ধ্যায় তেল আভিভেব হাজার হাজার ইজরায়েলি জড়ো হয়ে পণবন্দিদের উদ্ধারের জন্য মিছিলও করেন বলে খবর।
দেখুন অন্য খবর :