ওয়েব ডেস্ক: মধ্যপ্রদেশের ইন্দোরে (Madhya Pradesh Indore) মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ২৫ বছর বয়সি এক কানওয়ার পুন্যার্থীর (Kanwar Pilgrims)। ঘটনায় আহত আরও ৬ পুন্যার্থী।
ইন্দোরের ডিএসপি উমাকান্ত চৌধুরি জানান, ঘটনাটি ঘটেছে ইন্দোর জেলা সদর থেকে প্রায় ৩০ কিমি দূরের কাটি ঘাঁটি এলাকায়। বুধবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে এক ট্রাক চালক কানওয়ার যাত্রীদের পিষে দেয়। তাঁরা সেইসময়ে উজ্জয়িনীর উদ্দেশে রওনা দিয়েছিলেন। ঘটনাস্থলেই প্রাণ হারান এক পুণ্যার্থী। মৃতের নাম আদর্শ রাঠোর। ঘটনায় আহত আরও ৬ জন মহারাজা যশবন্তরাও সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: সেনা কনভয়ে পাহাড় থেকে আছড়ে পড়ল পাথর, আহত একাধিক
তিনি আরও জানিয়েছেন, “আহত পুণ্যার্থীদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। তিনি আইসিইউ বিভাগে ভর্তি রয়েছেন। ঘটনার পর গা ঢাকা দিয়েছে ওই ট্রাক চালক। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে।
দেখুন অন্য খবর