ওয়েব ডেস্ক: ২০০৬ মুম্বই ট্রেনে বিস্ফোরণ (2006 Mumbai Train Blasts) মামলায় ১২ দোষীকে বেকসুর খালাস করল বম্বে হাইকোর্ট (Bombay high Court)। ২০০৬ সালের ১১ জুলাই ১১ মিনিটের মধ্যে মুম্বইয়ের বেশ কয়েকটি লোকাল ট্রেনে বিস্ফোরণ হয়। তাতে মোট ১৮৯ জন নিহত হন। ৮০০-র বেশি মানুষ আহত হন। ২০১৫ সালে সংশ্লিষ্ট মামলায় ১২ জনকেই দোষী সাব্যস্ত করেছিল নিম্ন আদালত। পাঁচ জনকে আজীবন কারাদণ্ড এবং বাকিদের মৃত্যুদণ্ড দেন বিচারক। কিন্তু ১২ জনের প্রত্যেককেই সোমবার বেকসুর খালাস করে দিল বম্বে হাইকোর্ট।
পেশার কুকার বিস্ফোরণ বলেই পরিচিত 2006 সালের মুম্বই লোকাল বিস্ফোরণ। মূলত প্রেশার কুকারের মধ্যেই বোমা রাখা হয়েছিল বলে খবর।১১ মিনিটের মধ্যে মুম্বইয়ের বেশ কয়েকটি লোকাল ট্রেনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে মোট ১৮৯ জন নিহত হন। ৮০০-র বেশি মানুষ আহত হন। প্রথম বিস্ফোরণটি হয়েছিল সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে। অফিস ফেরত ভিড়ের মধ্যে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে ৬টা ৩৫ মিনিটে। ওই বিস্ফোরণের ৯ বছর পর ২০১৫ সালে ট্রায়াল কোর্টে ১২ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের যাবজ্জীবনের সাজা শোনানো হয়। সেই রায়ের বিরোধিতা করে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয় ১২ অভিযুক্ত। ১৯ বছর পুরনো ওই মামলায় সোমবার বম্বে হাই কোর্টের বিচারপতি অনিল কিলোর এবং বিচারপতি শ্যাম চন্দকের পর্যবেক্ষণ, উপযুক্ত প্রমাণের অভাব রয়েছে। তাই অভিযুক্তদের বেকসুর খালাস করা হল।এই অভিযুক্তরাই যে বিস্ফোরণ ঘটিয়েছে, সেটা বিশ্বাস করা খুবই কঠিন। তাই ১২জনের দোষী প্রমাণিত হওয়ার রায় খারিজ করা হল।
আরও পড়ুন:
অন্য খবর দেখুন