ওয়েবডেস্ক- লাগাতার ভারী বৃষ্টিতে (Heavy Rain) তছনছ গোটা উত্তরবঙ্গ (North Bengal)। এই পরিস্থিতি ক্রমশই ভয়ঙ্কর আকার নিচ্ছে। ঘরের দেওয়াল ভেঙে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই শিশুর। শোকস্তব্ধ সাহুডাঙ্গির পাঘলু পাড়া। গত পাঁচ দিন ধরেই একটানা তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। মঙ্গলবার বিকেল থেকেই শিলিগুড়ি (Shiliguri) সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে জলমগ্ন (waterlogged) একাধিক এলাকা। সেইসঙ্গে রয়েছে ধসের সতর্কতা।
স্থানীয় সূত্রে খবর, রাতে ঘরের ভেতর ঘুমিয়ে ছিল দুই শিশু। সন্ধ্যা থেকেই ভারী বৃষ্টি চলছিল। বৃষ্টির মধ্যে আচমকাই দেওয়া ভেঙে পড়ে দুই শিশুর উপরে। গুরুতর আঘাত লাগে দুজনের শরীরে। তড়িঘড়ি শিশুদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা পরীক্ষা করে দু’জনকেই মৃত ঘোষণা করেন। মৃত দুই শিশুর নাম মধুমিতা মোদক (৩) ও দেবায়ন মোদক (দেড় বছর)। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভোরের আলো থানার পুলিশ।
প্রাথমিক তদন্তে অনুমান, বৃষ্টির জেরে দুর্বল হয়ে পড়া দেওয়াল ভেঙে পড়াতেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে গভীর বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গে। বিশেষ করে গতকাল মঙ্গলবার প্রায় ৪ ঘণ্টার গভীর বৃষ্টিতে শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির জেরে গভীর প্রভাব পড়েছে। আগামী দিনগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। চলতি বছর বেশ কিছু জায়গায় রেকর্ড হারে বৃষ্টিপাত হয়েছে। জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ার জেলার নিউ ল্যান্ডস টি গার্ডেনে ৩৬২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর।
পাশাপাশি কুমারগ্রাম টি গার্ডেন এলাকায় ৩৩২ মিলিমিটার এবং সাঙ্কট টি স্টেটে ৩০৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে গত ২৪ ঘন্টায়। আগামী ২৪ ঘন্টায় ভুটানের দক্ষিণাঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মুর্শিদাবাদ জেলায় একাধিক নদীর জলস্তর বাড়ছে। পাহাড়ে ফের ধস (LandSlide) নামার আশঙ্কা করা হচ্ছে। ৩১ নম্বর জাতীয় সড়কের প্রায় কাছাকাছি জলঢাকা নদীর জল।
আজ উত্তরবঙ্গের বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে কমলা সতর্কতা (Orange Alert)। শুধুমাত্র কোচবিহারে জারি রয়েছে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা (Yellow Aler)। বৃহস্পতিবারেও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে কমবে বৃষ্টির দাপট কম থাকবে। শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই।
দেখুন আরও খবর-