শিলিগুড়ি: চাকরির প্রতিশ্রুতি দিয়ে তরুণীদের ভিন রাজ্যে পাচারের ঘটনায় শিলিগুড়ি (Siliguri) থেকে আরও ২ জনকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি জিআরপি (New Jalpaiguri GRP)। ধৃতরা হল, সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর বীরেন্দ্র প্রতাপ সিং এবং ছত্তিশগড়ের বাসিন্দা মনোজ কুমার।
প্রসঙ্গত, সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশন (New Jalpaiguri Station) থেকে বেঙ্গালুরুতে (Bangalore) চাকরি দেওয়ার নাম করে পাচার হওয়া ৫৬ জন তরুণীকে উদ্ধার করেছিল জিআরপি (GRP)। ঘটনায় গ্রেফতার হয়েছিল জিতেন্দ্র কুমার ও চন্দ্রিমা কর। মঙ্গলবার আদালতের নির্দেশে ধৃতদের ৬ দিনের রিমান্ডে নিয়ে তদন্তে নামে পুলিশ। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ঠাকুরনগরের একটি হোটেল ও ইনস্টিটিউটে হানা দিয়ে প্রচুর নথি সংগ্রহ করে জিআরপি। সেখান থেকেই আরও দুজনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: কমিশনের ভোটার তালিকা সংশোধনের প্রভাব এসে পড়ল বাংলায়!
যদিও ধৃতদের দাবি, ২০২২ সাল থেকে তাদের ইনস্টিটিউট বৈধ নথির ভিত্তিতেই হোটেল ম্যানেজমেন্ট প্রশিক্ষণ (Hotel Management Training) দিচ্ছে। কিন্তু প্রাথমিক তদন্তে একাধিক অসঙ্গতি পাওয়ায় বুধবার তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদের জলপাইগুড়ি আদালতে (Jalpaiguri Court) হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায় জিআরপি।
দেখুন অন্য খবর