কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja 2025) কাউনডাউন শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরই বাঙালির সবচেয়ে বড় উৎসব। কলকাতা শহর থেকে রাজ্যের নানা জায়গার মণ্ডপ সজ্জার কাজ ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুজোর মহালয়া মানে বীরেন্দ্রকৃষ্ণের কন্ঠে মহিষাসুরমর্দিনী’। মহালয়া (Mahalaya) মানেই দুর্গাপুজোর আগমনীর সুর বেজে ওঠে। মহালয়ার সকালে টিভি পর্দায় মহালয়া অনুষ্ঠানে কে সাজবে দুর্গা, তা দেখার জন্যও দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে। ইতিমধ্যেই স্টার জলসার দুর্গা হিসেবে দেখা মিলেছে কোয়েল মল্লিকের। দেবের ‘কিশোরী’ ইধিকা পালই (Idhika paul) হচ্ছেন জি বাংলার এবারের দুর্গা। ইধিকাকে মহিষাসুরমর্নিনীর বেশে দেখে উত্তেজনার পারদ উঠল চরমে।
এবার দুর্গা রূপে এই প্রথমবার টেলিভিশনের পর্দায় দেখা যাবে ইধিকাকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তারই প্রোমো। যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত দর্শক। জি বাংলার এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘জাগো মা জাগো দুর্গা।’ ভিডিয়োতে দেখা গিয়েছে যে নারীদের উপর হওয়া অত্যাচারে ঢাল হয়ে দাঁড়িয়েছেন মা দুর্গা। ভিডিয়োর দেখা গিয়েছে, ‘যখনই দিকে দিকে লাঞ্ছিত হয় নারী, তখনই মাতৃষক্তির আবির্ভাব হয় তার সংহারকারিণী রূপে! আসছে ‘জাগো মা জাগো দুর্গা’ শুধুমাত্র জি বাংলার পর্দায়!’ ছোট পর্দার মাধ্যমে জার্নি শুরু করলেও একে একে দুই বাংলায় জনপ্রিয় হয়ে উঠেছেন ইধিকা। বড় পর্দায় জার্নি শুরু করেছেন সুপারস্টারদের সঙ্গে। একের পর এক ছবিতে নায়িকার ভূমিকায় নজর কেড়েছেন তিনি। তবে এবার তাঁকে এই রূপে দেখেও মন ভোরে গিয়েছে সকলের। গত বছর জি বাংলায় মহালয়ার শো-তে দেবী দুর্গা হিসেবে দেখা গিয়েছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তবে ইধিকা এই প্রথম।
আরও পড়ুন:প্রেমের গুঞ্জন, সিরাজের সঙ্গে সম্পর্কের সত্যি প্রকাশ্যে আনলেন জানাই ভোঁসলে
View this post on Instagram
অন্য খবর দেখুন