কলকাতা: তৃণমূলের শহীদ সমাবেশের (TMC 21st July Shahid Diwas) মঞ্চ থেকে আগুন ঝরানো বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাষণের দিল্লি কাঁপানোর ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত শুক্রবার বঙ্গসফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে একবারও শোনা যায়নি রামনাম। শোনা গিয়েছিল জয় মা কালী-জয় মা দুর্গা। তা নিয়ে বিতর্কও হয়েছিল। একুশের মঞ্চ থেকে সেই ইস্যুতেই বিজেপিকে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, “আগে জয় শ্রী রাম বলত, এখন বলছে জয় মা দুর্গা-জয় মা কালী বলছে। ছাব্বিশের পর জয় বাংলা বলিয়ে ছাড়ব।” এদিন বক্তব্য রাখতে গিয়ে মঞ্চ থেকে কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি চিৎকার করে ‘জয় বাংলা’ বলার আহ্বান জানান।
একুশের জুলাইয়ের মঞ্চ থেকেই যে ছাব্বিশের সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এমন আওয়াজ তোলো যাতে দিল্লিতেও কম্পন অনুভূত হয়। এদিনের সভামঞ্চ থেকে বিজেপিকে গণতান্ত্রিকভাবে ‘ডিটেনশন ক্যাম্পে’ পাঠানোর ডাক দিলেন অভিষেক। তিনি বলেন, “বিজেপিকে প্রথম থেকেই আমরা বাংলাবিরোধী বলেছি। বিজেপি বাংলার সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য করে, ময়দানে জিততে না পেরে নির্লজ্জের মতো গরিব মানুষকে মারার পরিকল্পনা করে। টাকা আটকে রাখে। ওদের একটাই পরিচয়, বাংলাবিরোধী।” আজ থেকে ১৬-১৭ মাস আগে আমরা ব্রিগেডে সমাবেশ করেছিলাম। তাতে স্লোগান ছিল, জনতার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। সেই দিন আমরা যে ডাক দিয়েছিলাম, সেটা শুধু স্লোগান না। ওটা বিজেপির চরিত্র উন্মোচন।
আরও পড়ুন:একুশের মঞ্চে থেকে কী বললেন সুস্মিতা দেব
ভিন রাজ্যে বাংলা বললে হেনস্তা হচ্ছেন। অভিষেকের সাফ জানালেন, বাংলাতেই কথা বলা হবে। বিজেপি বাংলায় মাটি শক্ত করতে পারেনি বলেই এখানকার বাসিন্দাদের উপর হেনস্তার ছক। ছাব্বিশে পদ্ম উপড়ে ফেলার হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, আমি ভবিষ্যতবাণী করি না। কিন্তু যখন করি তখন ভেবে চিন্তে বলি। যে কটা আবর্জনা রয়েছে তাদের ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে ফেলতে হবে। আরও বিজেপির ইডি-সিবিআই দৌরাত্ম্যকে চ্যালেঞ্চ করে তিনি বললেন, “মেরুদণ্ড বিক্রি করব না।” গলা কেটে দিলেও ‘জয় বাংলা’ বেরোবে। এক দিকে ইডিকে ব্যবহার করা হচ্ছে। আর এক দিকে নির্বাচন কমিশনকে (ইসি) ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম কেটে দিচ্ছে। দু’টি ই-কে কাজে লাগাচ্ছে। কেউ ভয় পাবেন না।’’আমরা বাংলায় কথা বলি। ১০০ বার বলব। গর্ব করে বলব। ২০২৬ সালের পর বিজেপিকে দিয়েও ‘জয় বাংলা’ বলাব। একুশের সভা থেকেই দিল্লি কাঁপানোর ডাক দিলেন।
দেখুন ভিডিও