কলকাতা: প্রধানমন্ত্রীর হাত ধরে কলকাতা মেট্রোর (Kolkata Metro) তিন রুটের উদ্ধোধন হবে। পুজোর আগেই নতুন মেট্রোর রুট পাচ্ছেন শহরবাসী। আগামী ২২ আগস্ট রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগামী ২২ আগস্ট দমদমে প্রধানমন্ত্রীর সভা। ওই দিন মেট্রোর গ্রিন লাইনে শিয়ালদহ থেকে এসপ্লানেড, ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর ও অরেঞ্জ লাইনে হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা মেট্রো সংযোগের উদ্বোধনের সম্ভাবনা আছে। তবে এখনও এবিষয়টি চূড়ান্ত হয়নি বলে জানালেন মেট্রোর জেনারেল ম্যানেজার। তিনটে লাইনেরই সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
রেল সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের তিনটি গুরুত্বপূর্ণ অংশ—ইস্ট-ওয়েস্ট (East West Kolkata Metro) করিডরের এসপ্ল্যানেড-শিয়ালদহ, হলুদ লাইনের নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর এবং অরেঞ্জ লাইনের রুবি-বেলেঘাটা উদ্বোধন করতে পারেন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা হয়নি। নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের (ভায়া রাজারহাট) রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশ দীর্ঘদিন ধরে তৈরি হয়ে পড়ে রয়েছে। সিআরএস অনুমোদনও হয়ে গিয়েছিল। অথচ চালু হচ্ছিল না। এবার সেই অংশও চালু হবে। মেট্রো সূত্রের খবর, এসপ্ল্যানেড ও শিয়ালদহ মধ্যে ২.৫ কিমি অংশ এপ্রিলের শেষেই সম্পূর্ণ হয়েছে । রেলওয়ে নিরাপত্তা কমিশনারের অনুমোদনও মিলেছে। উদ্বোধনের পর হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ১৬.৬ কিমি পূর্ণ করিডরেই যাত্রী চলাচল সম্ভব হবে। একমুখী ভ্রমণে লাগবে প্রায় ৩৫ মিনিট, আর হাওড়া–শিয়ালদার মধ্যে সময় লাগবে মাত্র ১২ মিনিট। ব্যস্ত সময়ে প্রতি ৮ মিনিট অন্তর এবং অন্য সময়ে প্রতি ১০ মিনিট অন্তর ট্রেন চলবে।
আরও পড়ুন: কন্যাশ্রী দিবসে ধনধান্য অডিটোরিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়
ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড-শিয়ালদহ অংশে পরিষেবা শুরু করা হবে। এই অংশ পরিষেবা শুরু হলে মেট্রো পথে জুড়ে যাবে সল্টলেক-হাওড়া। সূত্রের খবর, এখনও পর্যন্ত এই লাইনে কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড় পত্র পাওয়া যায়নি। আগামী ১৬ অগাস্ট শনিবার এই লাইনে কমিশনার অফ রেলওয়ে সেফটি এই রুট পরিদর্শন আসবেন। তাদের ছাড়পত্র মিললেই , অরেঞ্জ লাইন হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলিয়াঘাটা এবং গ্রিন লাইন-১ ও ২ এর সংযুক্ত পরিষেবা (শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড)। ২২ তারিখ উদ্বোধন হবার পর ২৫ তারিখ থেকে যাত্রী পরিষেবার ও পরিকল্পনা করা হচ্ছে । তবে এখনও পর্যন্ত মেট্রো রেলের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি । সবকিছু ঠিকঠাক থাকলে এই তিনটি রুট একসঙ্গে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেখুন ভিডিও