Tuesday, July 29, 2025
HomeScrollঅধীর-সহ ৪৬ সাংসদ সাসপেন্ড লোকসভা ও রাজ্যসভায়

অধীর-সহ ৪৬ সাংসদ সাসপেন্ড লোকসভা ও রাজ্যসভায়

ভাগ্য ভালো, আমি এখন সাংসদ নই, মন্তব্য ক্ষুব্ধ মমতার

Follow Us :

নয়াদিল্লি: গোটা শীতকালীন অধিবেশনে (Parliament Winter Session) লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury) সহ ৩৩ বিরোধী সাংসদ ফের সাসপেন্ড (Suspended )। সোমবার সংসদে তুমুল হই হট্টগোলের পরই ৩৩ জন সাংসদকে সাসপেন্ড করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এর আগেও ১৩ জনকে সাসপেন্ড করা হয়েছিল। সব মিলিয়ে শীতকালীন অধিবেশনে দুই দফায় মোট ৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হল। রাজ্যসভায় ৪৫ জনকে সাসপেন্ড করা হয়।  লোকসভায় রঙিন ধোঁয়া কাণ্ডের প্রতিবাদে সংসদে শীতকালীন অধিবেশনে বিশৃঙ্খলার অভিযোগ বিরোধী সাংসদদের বিরুদ্ধে।

লোকসভায় স্মোককাণ্ডের ঘটনায় সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করে আসছিলেন বিরোধীরা। এই ইস্যুতে সরব হয়েছেন তাঁরা। সোমবারও অধিবেশন শুরু হলে সংসদ হামলার ইস্যুতে উত্তাল হয়ে ওঠে সংসদ। তিনটে পর্যন্ত সভার কাজ মুলতুবি করে দেন স্পিকার। পরে অধিবেশন শুরু হলেও পরিস্থিতি শান্ত না হওয়ায় অধীর-সহ ৩৩ জনের বেশি সাংসদকে সাসপেন্ড করেন স্পিকার। সাসপেন্ড হওয়া সাংসদদের তালিকায় রয়েছেন বাংলার বেশ কয়েকজন তৃণমূল সাংসদও। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, অসিত মাল, শতাব্দী রায়কে সাসপেন্ড করেছেন স্পিকার। এ ছাড়া এই তালিকায় রয়েছেন ডিএমকের তিন সাংসদ টিআর বালু, এ রাজা এবং দয়ানিধি মারান। এই অধিবেশনে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ৯২ জন সাংসদকে সাসপেন্ড করা হল।

আরও পড়ুন: কেজরি ‘চোর’, বিজেপি বিধায়কদের মার্শাল ডেকে বহিষ্কার

এদিকে বিরোধী সাংসদদের সাসপেনশন নিয়ে তৃণমূল নেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনদিনের সফরে মমতা এখন দিল্লিতে রয়েছেন। সোমবার বিকেলে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন। মমতা বৈঠক সারেন তৃণমূলের সংসদীয় দলের সঙ্গেও। বিরোধীদের সাসপেন্ড হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যা ঘটছে, তা হওয়া উচিত নয়। রীতিমতো স্বৈরতন্ত্র চলছে। গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা চলছে তা কাঙ্খিত নয়। আমি ভাগ্যবান যে, আমি সাংসদ নই এখন। এ তো দেখছি পুরো পার্লামেন্টই সাসপেন্ড হওয়ার মতো অবস্থা।
রাজ্যসভা এবং লোকসভা থেকে বিরোধী সদস্যদের সাসপেন্ড করার প্রতিবাদে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এক্স বার্তায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

রাজ্যসভার বিরোধী নেতার কথায়, প্রথমে অনুপ্রবেশকারীরা হামলা চালাল সংসদে। পরক্ষণে মোদি সরকারের হামলা চলল সংসদ এবং গণতন্ত্রকে বিপন্ন করতে। গণতান্ত্রিক যাবতীয় বিধি আজ আঁস্তাকুড়েতে ছুড়ে ফেলে দিল এই সরকার। স্বৈরতান্ত্রিক মোদি সরকার ৪৭ জন এমপিকে সাসপেন্ড করে গণতন্ত্রকে বিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, মাত্র দুটি দাবি ছিল বিরোধীদের। একটি হল সংসদের দুই কক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি। দ্বিতীয়ত, সংসদের নিরাপত্তাহীনতা নিয়ে বিস্তারিত আলোচনা।

খাড়্গের অভিযোগ, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদপত্রেরসাক্ষাৎকার দিতে পারেন। কিন্তুু সংসদের প্রতি তাঁদের বিন্দুমাত্র দায়বদ্ধতা নেই। বিরোধীশূন্য সংসদে এবার সরকার আইনকে দলে-পিষে দেবে। গুরুত্বপূর্ণ আইনকে বিতর্কের অবকাশ না দিয়ে পাশ করিয়ে নেবে। এটাই ছিল এদের উদ্দেশ্য।

আরও অন্য খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Mamata Banerjee | বোলপুরে প্রশাসনিক সভা থেকে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন সরাসরি
00:00
Video thumbnail
Weather Update | ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, বাংলাজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা?
00:00
Video thumbnail
Amit Shah | সংসদ থেকে বক্তব্য রাখছেন অমিত শাহ, দেখুন সরাসরি
00:00
Video thumbnail
Metro News | ফের যাত্রী ভোগান্তি, অনির্দিষ্ট কালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন, কী কারণ?
58:43
Video thumbnail
Nabanna | নিকাশিতে গুরুত্ব দিচ্ছে নবান্ন, পাড়া পরিষ্কার কর্মসূচি নিয়ে জারি নয়া গাইডলাইন
52:45
Video thumbnail
Donald Trump | Putin | ট্রাম্পের হু/ম/কির মুখে পুতিন! কোন নয়া স্ট্র্যাটেজি মার্কিন প্রেসিডেন্টের?
07:10
Video thumbnail
Weather Update | ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, বাংলাজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা?
02:51
Video thumbnail
Anubrata Mondal | মমতার আস্থা, অ-এ অনুব্রত ক-এ কেষ্ট, দেখুন স্পেশাল রিপোর্ট
03:25:20
Video thumbnail
Kalyan Banerjee | এখনও পর্যন্ত কেন ওই লোকটাকে রাখা হয়েছে? দোভালকে নিয়ে কল্যাণের এক মন্তব্যে তো/লপাড়
03:17:57
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
02:07:56

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39